আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরেই আসছে কেটিএমের নতুন বাইক। কেটিএম ৩৯০ ডিউক বাইকে থাকছে বরাবরের মতোই আকর্ষণীয় লুক। এতে বাড়তি চমক দিয়েছে সংস্থা।
বাইকের ডিজাইন থেকে শুরু করে ফিচার এবং স্পেসিফিকেশনে যে সব বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। ডিউকের চেহারা আগের থেকে পালটে ফেলেছে কেটিএম।
সঙ্গে যুক্ত হয়েছে বেশ কিছু স্মার্ট ফিচার। যারা রোডস্টার এবং স্ট্রিটবাইকের অল-রাউন্ড পারফরম্যান্স চান তাদের জন্য দারুণ বিকল্প হতে পারে। দেখে নিন যে ৫ কারণে কেটিএমের নতুন ডিউক কিনবেন জেনে নিন-
বাইকের ডিজাইন: নতুন কেটিএম ৩৯০ ডিউকের ডিজাইন অনেক বেশি মাসকুলার। ফুয়েল ট্যাংক থেকে শুরু করে বাইকের সাইড প্যানেল অনেক বেশি আকর্ষণীয়। স্প্লিট সিট রয়েছে এতে, থাকছে নতুন হেডল্যাম্প, ডিআরএল এবং এক্সহস্ট। স্টিল ট্রেইলস ফ্রেম দিয়ে তৈরি বাইক। ওজন ১৬৫ কেজি। ওরেঞ্জ মেটালিক এবং অ্যাটলান্টিক ব্লু রঙের বিকল্প পাবেন বাইকটির।
বাইকের সাসপেনশন, ব্রেকিং: নতুন ডিউকের সামনে রয়েছে অ্যাডজাস্টেবেল আপসাইড ডাউন টেলিস্কপিক সাসপেনশন এবং পিছনে মনোশক। যা পাথুরে জমিতেও দুর্দান্ত রাইডিং দিতে সাহায্য করবে। ব্রেকিংয়ের জন্য দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। পাবেন ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এবং কর্নারিং ও সুপারমোটো।
বাইকের ইঞ্জিন ও গিয়ারবক্স: ৩৯৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে এই বাইকে। যা সর্বোচ্চ ৪৪ হর্সপাওয়ার এবং ৩৯ এনএম টর্ক তৈরি করে। এই আউটপুট এই রেঞ্জে বহু বাইকের থেকে বেশি। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স এবং স্লিপার ক্লাচ ও কুইক শিফটার। বাইকের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার।
বাইকের ফিচার: ফিচার হিসেবে কেটিএমের নতুন ডিউকে দেওয়া হয়েছে ৫ ইঞ্চি টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, স্মার্টফোন কানেক্টিভিটি, কল/মেসেজ এলার্ট, মিউজিক কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল এবং তিনটি রাইডিং মোড - স্ট্রিট, রেইন, ট্র্যাক।
দাম: কেটিএম ৩৯০ ডিউক বাইকের দাম এই সব সুবিধা ও স্পেসিফিকেশনের কারণে বাইকের দাম আগের থেকে বাড়িয়েছে সংস্থা। নতুন কেটিএম ৩৯০ ডিউকের দাম রাখা হয়েছে ৩ লাখ ১০ হাজার রুপি (এক্স-শোরুম)। সূত্র: অটোকার ইন্ডিয়া