আন্তর্জাতিক ডেস্ক : মিশরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩৩ জন। সোমবার (১৪ অক্টোবর) উত্তর-পূর্ব মিশরের একটি মহাসড়কে বাসটি উল্টে গিয়ে বিধ্বস্ত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বাসটিতে সুয়েজ-ভিত্তিক গালালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। স্থানীয় মিডিয়া জানিয়েছে, তারা তাদের ক্লাস শেষ করে আইন সোখনা রিসোর্টে তাদের ডরমেটরিতে ফিরছিলেন।
বাসটি নতুন গালালা হাইওয়ে দিয়ে আসছিল। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং বাসটির চালককে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানাতে পারেনি মন্ত্রণালয়।
সোমবার রাতে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর ২৮টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত সুয়েজ মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
মিশরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল-গাফফার এবং উচ্চ শিক্ষা মন্ত্রী আয়মান আশুর শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরিবহন নিরাপত্তার মান ভালো না হওয়ায় প্রতি বছর মিশরে মারাত্মক সড়ক দুর্ঘটনায় হাজার হাজার প্রাণ যায়। এই দুর্ঘটনার পেছনে গতি, খারাপ রাস্তাঘাট এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগই দায়ী বলে মনে করেন সংশ্লিষ্টরা। সূত্র: এবিসি নিউজ