বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:১৫:৫৭

জ্বলছে ভূস্বর্গ কাশ্মীর, ৭৬ বছরের রেকর্ড ভঙ্গ

জ্বলছে ভূস্বর্গ কাশ্মীর, ৭৬ বছরের রেকর্ড ভঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক: জ্বলছে ভারতের কাশ্মীর। ৭৬ বছর আগে একবার এমন দহন দিনের আঁচ পেয়েছিল এই ভূস্বর্গ। মঙ্গলবার কাশ্মীরের শ্রীনগরে পারদ চড়েছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের থেকে ১০ ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী, ১৯৪০ সালের ফেব্রুয়ারিতে একবার ২০.৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল পারদ। ৭৬ বছর পর আবার একই জায়গা ছুঁল উষ্ণতার পারদ।

কাশ্মীরের স্থানীয় আবহাওয়া দফতরের ডিরেক্টর সোনুম লোটাস জানান, এখন স্বাভাবিকের থেকে ১১ ডিগ্রি বেশি তাপমাত্রা রয়েছে। তাঁরা ধারণা, পরিষ্কার আকাশের কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়বে। আবহাওয়ায় সামন্য পরিবর্তন আসছে বলেই মনে করছেন তিনি।

সাধারণত মার্চের শেষে বসন্তের দেখা মেলে কাশ্মীরে। কিন্তু, এ বার অনেকটাই আগে বসন্তের আবহাওয়া বিরাজ করছে কাশ্মীরে। বসন্তে যে সমস্ত ফুল ফোটে, এ বার তা মাসখানেক আগেই ফুটতে শুরু করেছে। এবার শীতে তুষারপাতও তেমন হয়নি। উপত্যকার জলবায়ুতে পরিবর্তন আসার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

কৃষকরা আশঙ্কা করছেন, কম তুষারপাত ও স্বল্প বৃষ্টির প্রভাব পড়তে পারে চাষে। সময়ের আগে গাছে ফুল ফুটে যাওয়ায়, তা দুর্বল হবে। বিশেষত, যেগুলো ফলের গাছ রয়েছে। ফলে, অকালে ফল ঝরে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা।
২৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে