আন্তর্জাতিক ডেস্ক : দুদিন আগে ২৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের পর আবার নেপালে এয়ার কাসথামান্দপ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই ক্রুসহ ১১ জন আরোহী ছিলেন। এতে সবাই নিহত হয়েছেন।
এ খবর দিয়েছে কাঠমুন্ড পোস্ট ও এবিসি নিউজ।
৯এন৮এবি প্লেনটি স্থানীয় সময় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নেপালগঞ্জ থেকে জুমলা জেলার উদ্দেশ্যে উড্ডয়ন করে। এরপর যান্ত্রিক ত্রুটির কারণে কাঠমান্ডু থেকে ২৫০ মাইল উত্তরে তিলকা নামক একটি গ্রামের পাশের মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।
পুলিশের বরাদ দিয়ে কাঠমুন্ড পোস্টের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানের পাইলট দিনেশ নিউপেন ও কো পাইলট সান্তোষ রানা নিহত হয়েছেন। তবে ৯ যাত্রী বেঁচে আছে কি না তা জানানো হয়নি।
জুমলা ও কালিকোট থকে নেপাল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন জানিয়েছেন কর্তৃপক্ষ।
২৬ ফেব্রুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/এমআর/এসএম