আন্তর্জাতিক ডেস্ক : ফের মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে ৪ জন এবং আহত ৩০ জনেরও বেশি। পাল্টা পাল্টি গুলির লড়াইয়ে নিহত হয়েছে হামলাকারীও। লস অ্যাঞ্জেলসের কানসাসে এই ঘটনাটি ঘটেছে। হেস্টন শহরে একটি ঘাস ছাঁটাই করা সংস্থার অফিসে প্রবেশ করেই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে এক বন্দুকধারী যুবক।
গুলির আঘাতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয় এবং আহত হন ৩০ জনেরও বেশি লোক। নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে ঘটনাস্থালেই নিহত নয় হামলাকারী। শহরের শেরিফ জানিয়েছেন, বন্দুকবাজ এক্সএল ইন্ডাস্ট্রিস-এর কর্মী ছিল। শেরিফের দাবি, হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, হামলাকারীর নাম কেডরিক ফোর্ড। সে এক্সএল কারখানায় রং মিস্ত্রী হিসেবে কাজ করত। সূত্রের দাবি কেডরিককে বন্দুক হাতে ফেসবুকেও দেখতে পাওয়া গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, হামলাকারী বন্দুকবাজ প্রথমে ঘাস ছাঁটাই কারখানায় ঢুকে পার্কিং চত্বরে দাঁড়িয়ে থাকা এক মহিলার ওপর গুলি চালায়। পুলিশের ধারণা কারখানা চত্বরে পৌঁছনর আগে রাস্তাতেও দুজনকে গুলি করে কেডরিক। একজনকে কাঁধে ও অপরজনকে পায়ে গুলি করা হয়।
ঘটনার খবর জানাজানির পরই আক্রন্ত ব্যক্তিদের পরিবারের লোকেরা কারখানা চত্বরে জড়ো হতে থাকেন। এক ব্যক্তি জানায়, তার ভাইয়ের ছেলেকে পিছন থেকে চারটি গুলি করা হয়েছে। আকষ্মিক এই হামলায় আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন কারখানার কর্মীরা।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই