শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:০৪:৪৮

মসজিদের পাশে নবজাতক

মসজিদের পাশে নবজাতক

আন্তর্জাতিক ডেস্ক : ঢাকার বেইলি রোডের একটি বাসার ছয়তলা থেকে নবজাতককে ফেলে দেয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মসজিদের কাছে এক নবজাতককে ফেলে দেয়ার ঘটনা ঘটেছে।  তবে এ ঘটনাটি বাংলাদেশের নয় মালয়েশিয়ায়।

ছয়তলা থেকে ফেলে দেয়া নবজাতক দীর্ঘ ২৫ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার মারা গেছে।

এদিকে মালয়েশিয়ার সুবং জয়া নামের ওই মসজিদের কাছ থেকে নবজাতককে উদ্ধারের পর ইউএমএমসি হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।  স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ওই শিশুটিকে মসজিদের কাছে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।  ধারণা করা হচ্ছে, লোকলজ্জার ভয়েই কেউ হয়তো নবজাতকটিকে ফেলে রেখে গেছে।

তবে গণমাধ্যমে যে বিষয়টি বেশি স্পর্শকাতর হয়ে প্রকাশ হয়েছে তা হলো মানবিকতা।  মসজিদের পেছনে একটি ড্রেনের কাছে শিশুটিকে ফেলে দেয়া হয়েছিল।  সেখানে পিঁপড়া আর পোকা-মাকড়ের খাবারে পরিণত হয়েছিল শিশুটি।  সারা গায়ে পোকা-মাকড় কামড়ের কামড়ে বেশ ধকল গেছে।

পুলিশের ধারণা, নির্ধারিত সময়ের আগেই শিশুটির জন্ম হয়েছে।  শিশুটির ওজন দেড় কেজির একটু বেশি হবে।  তবে তার বয়স ৩২ সপ্তাহের বেশি নয়।

ঘটনাস্থলে উপস্থিত ইউনিভার্সিটি মালায়া মেডিকেল সেন্টারের এক কর্মকর্তা  জানিয়েছেন, শিশুটির বাঁ পায়ে ফুসকুড়ি দেখা গেছে।  শিশুটিকে ইউএমএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তবে তার অবস্থা এখন স্বাভাবিক।
২৬ ফেব্রুয়ারি,২০১৬/ এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে