শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৫৭:২৭

এবার আমেরিকার সাথে যোগ দিল চীনও

এবার আমেরিকার সাথে যোগ দিল চীনও

আন্তর্জাতিক ডেস্ক : দু'পক্ষে মাঝেই গভীর আলোচনা চলছে। তবু একসঙ্গে মহড়ায় 'না' নেই৷ কূটনৈতিক ক্ষেত্রে নিজেদের জায়গা অনেক পাকাপোক্ত করতেই আমেরিকার নৌসেনার সঙ্গে যৌথ মহড়ায় যাওয়ার কথা ঘোষণা করল চীন৷ জুন-জুলাই মাসে প্রতি দু'বছর অন্তর হাওয়াইয়ে অনুষ্ঠিত হয় 'রিমপ্যাক'৷ প্রশান্ত মহাসাগরীয় এই মহড়ায় ২০১৪ সালেও চীন অংশ নেয়৷ এই মহড়ায় ছিল প্রায় বিশটিরও বেশি দেশ৷ টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

কিন্তু দু'বছর আগের চেয়ে এই মুহূর্তে দক্ষিণ চীন সাগর নিয়ে চীন-আমেরিকার দ্বন্দ্ব আরো বেড়েছে৷ আমেরিকা বেশ কয়েকবার চীনের দাবি করা দ্বীপের জলসীমায় নিজেদের যুদ্ধজাহাজ ঢুকিয়ে দিয়েছে৷ বেজিংও তীব্র প্রতিবাদ জানিয়েছে৷ সেই পরিস্থিতিতে চীনের ঘোষণা গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল৷ প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই বিশাখাপত্তনমে আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ে ভারত-আমেরিকার সঙ্গে মহড়ায় অংশ নিয়েছিল চীনও৷

চীনের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের মুখপাত্র উ কিয়ান বলেন, 'নতুন ধরনের জঙ্গি কার্যকলাপ কমাতে এই ধরনের মহড়া অনেক কাজে দেয়৷ একই সঙ্গে অন্য দেশের নৌসেনার সঙ্গে সহযোগিতা ও পেশাদার সম্পর্ক উন্নত করা যায়৷' মহড়ায় যুদ্ধজাহাজ পাঠানো হবে বলেও জানান তিনি৷ তবে একই সঙ্গে দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরীর আসা-যাওয়াকে কটাক্ষ করেন তিনি৷

তার মন্তব্য, 'বলা বাহুল্য, চীন ও আমেরিকার সামরিক সম্পর্কে অনেক সমস্যা এবং বাধা রয়েছে৷' ঘটনাচক্রে মার্কিন প্যাসিফিক কম্যান্ডের প্রধানও এ দিন দক্ষিণ চীন সাগরে চীনের কার্যকলাপ নিয়ে কটাক্ষ করেছেন৷
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে