আন্তর্জাতিক ডেস্ক : জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহারকে জঙ্গি উপাধি দেয়ার দাবিতে জাতিসংঘের কাছে আর্জি জানালো ভারত। জাতিসংঘের কমিটি ১২৬৭-কে চিঠি লিখে এই আর্জি জানানো হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, 'নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর তালিকায় জইশের নাম থাকলেও, নাম নেই তার প্রধান মাসুদ আজহারের, এটা ঠিক নয়। আমরা এরই মধ্যে জাতিসংঘের কমিটি ১২৬৭-এ আল কায়েদা, তালেবান ও অন্যান্য জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত জঙ্গিদের একটি তালিকা পাঠিয়েছি। এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়।'
এর আগে মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারে ভারত জাতিসংঘের দ্বারস্থ হলেও চীন তাতে বাধা দেয়ায় তা সম্ভব হয়ে ওঠেনি।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই