আন্তর্জাতিক ডেস্ক : এলজিবিটি সম্প্রদায়ের মানুষদের সমর্থনে বিশ্বের বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে প্রাইড মার্চ বা প্রাইড প্যারেডের আয়োজন হয়েই থাকে। তবে এবছর টরোন্টোতে যে প্রাইড প্যারেড আয়োজিত হতে চলেছে, তা আর পাঁচটা প্যারেডের থেকে অনেকটাই আলাদা হবে বলা চলে।
সারা বিশ্বে এই প্রথমবার কোনো দেশের প্রধানমন্ত্রী পা মেলাবেন প্রাইড প্যারেডে। টরোন্টো প্রাইড প্যারেডের উদ্যোক্তরা জানিয়েছেন আগামী ৩ জুলাই আয়োজিত এই পদযাত্রায় এলজিবিটি-দের সমর্থনে পা মেলাবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছেন, প্রাইড প্যারেডে উপস্থিত থাকতে পারব, এটা ভেবেই দারুণ লাগছে।
প্রধানমন্ত্রী ট্রুডো ছাড়াও এই প্যারেডে অংশ নেবেন অর্থমন্ত্রী বিল মর্নো, অন্টারিও প্রেমিয়ার ক্যাথলিন ওয়েন এবং টরোন্টোর মেয়র জন টরি। এই প্রাইড প্যারেডে উপস্থিত থাকতে পারবেন সিরিয়ার শরণার্থীরা। এমনটাই জানিয়েছেন এই অনুষ্ঠানের উদ্যোক্তারা।
২৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই