শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:২৯:৩১

হারলেন প্রেসিডেন্ট আর গ্রেফতার হলেন 'প্রেয়সী'

হারলেন প্রেসিডেন্ট আর গ্রেফতার হলেন 'প্রেয়সী'

আন্তর্জাতিক ডেস্ক : ভোটে হারলো প্রেসিডেন্ট, অথচ গ্রফতার হলেন তার 'প্রেয়সী'। অবশ্য এর পেছনে একটি কারণও রয়েছে। চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ দিতে আনা একটি প্রস্তাব গণভোটের মুখোমুখী হন তিনি। কিন্তু হেরে যান। মনে করা হচ্ছে এই হারের পেছনে সেই প্রেয়সীর ঘটনার একটা প্রভাব পড়েছে।

গণভোটে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস হেরে যাওয়ার কয়েকদিনের মাথায় তার প্রেয়সী হিসেবে পরিচিত এক নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তার নাম গাব্রিয়েলা যাপাতা।

গাব্রিয়েলা যাপাতা একটি চীন নির্মাণ কোম্পানির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ওই কোম্পানিটি কয়েক মিলিয়ন ডলারের রাষ্ট্রীয় কাজের চুক্তি পেয়েছিলো।

ওই কোম্পানিকে কাজ দেয়ায় প্রেসিডেন্ট মোরালেসকে নিয়ে সমালোচনায় পড়তে হয়েছিলো। যদিও তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

বিশ্লেষকরা বলছেন, গণভোটে হেরে যাওয়ার ক্ষেত্রেও এ কেলেঙ্কারির ভূমিকা রয়েছে।

যদিও প্রেসিডেন্ট বলছেন তার বিরুদ্ধে একটি নোংরা যুদ্ধের সূচনা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে