শুক্রবার, ০৪ মার্চ, ২০১৬, ০৮:৫০:২০

সৌদি আরবের ‘না’, সুযোগ হাতছাড়া করতে নারাজ ইরান

সৌদি আরবের ‘না’, সুযোগ হাতছাড়া করতে নারাজ ইরান

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননকে ‘না’ করে দিল তার ঘনিষ্ট মিত্র মধ্যপ্রচ্যের প্রভাবশালী সুন্নি দেশ সৌদি আরব। আর সেই সুযোগটি হাতছাড়া করতে চায় না চির প্রতিদ্বন্দ্বী শিয়া রাষ্ট্র ইরান। তাই বৈরুতের সাথে জোর আলোচনা শুরু করেছে দেশটি।

লেবাননের প্রতি সামরিক সাহায্য বন্ধ করে দিয়েছে সৌদি আরব। এর জের ধরে ইরানের পক্ষ থেকে সামরিক সহায়তার প্রস্তাব বিবেচনা করছে দেশটি। তড়িঘড়ি করে লেবাননের প্রতিরক্ষামন্ত্রী সামির মুকবিল প্রস্তাবটি নিয়ে আলোচনা করার জন্য লেবাননের মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার পার্লামেন্ট স্পিকার নবি বেরির সঙ্গে সাক্ষাতের পর মুকবিল সাংবাদিকদের জানান, সৌদি আরব বৈরুতকে ৩০০ কোটি ডলারের সামরিক সাহায্য বন্ধ করে দেয়ার পর ইরান সামরিক সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে। তিনি এ প্রস্তাব আন্তরিকভাবে গ্রহণ করার জন্য লেবাননের মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি লেবানন সফর করেন। ওই সফরে তিনি সুন্নি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য লেবাননের সেনাবাহিনীকে বিনাশর্তে সমরাস্ত্র সহযোগিতার প্রস্তাব দেন।

এ প্রস্তাবের জের ধরে লেবাননের প্রতিরক্ষামন্ত্রী মুকবেল ইরান সফর করেন এবং সমরাস্ত্র উৎপাদনের ক্ষেত্রে তেহরানের সক্ষমতা প্রত্যক্ষ করেন।

মুকবেল বলেন, আমরা ইরানকে জানিয়েছি দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে আমরা মন্ত্রিসভায় তেহরানের সামরিক সহায়তা দেয়ার প্রস্তাব নিয়ে আলোচনা করব।

প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি লেবাননের উপ প্রধানমন্ত্রীরও দায়িত্ব পালন করছেন সামির মুকবিল। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহকান টেলিফোন করে লেবাননের সেনাবাহিনীর জন্য যেকোনো ধরনের সহযোগিতা দেয়ার প্রস্তাব দিয়েছেন।

এর আগে সৌদি আরব যেদিন লেবাননের সেনাবাহিনীকে সামরিক সহযোগিতা স্থগিত করার কথা জানায় সেদিনই ইরানের এ প্রস্তাব বিবেচনা করার আহ্বান জানিয়েছিলেন সামির মুকবিল।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে