আন্তর্জাতিক ডেস্ক : উড়ন্ত বিমানে আগুন! এটি কোন দুর্ঘটনা নয়, বিমানেরই এক কর্মী এই ইচ্ছা করে এই ঘটনা ঘটিয়েছেন। যার দায়িত্ব ছিল যাত্রীদের সেবা ও নিরাপত্তা দেয়া। আর সেই ব্যক্তি কিনা যাত্রীদের প্রাণ কেড়ে চেষ্টা করেছিলেন।
এমন অভিযোগে আমেরিকান এয়ারলাইন্সের একজন ফ্লাইট অ্যাটেনড্যান্টকে গ্রেপ্তার করেছে এফবিআই। তার নাম জোনাথন তাফোয়া-মন্তানো (২৩)। উড়ন্ত বিমানে বাথরুমে ঢুকে বাথরুমের টয়লেট পেপারে আগুন দেন তিনি।
আাদালতের ডকুমেন্টে দেখা যায়, মন্তানো এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটিয়েছেন। কিন্তু তার সবচেয়ে বড় অপরাধ তিনি বাথরুমের টয়লেট পেপারে উদ্দেশ্যমূলকভাবে বিক লাইটার দিয়ে আগুন দিয়েছেন।
বাথরুমের আগুন দেয়ার পর তিনি নাচাচাড়া শুরু করেন এবং এমন ভাব দেখান যে তিনি যেন আগুন আবিষ্কার করেছেন। এরপর তিনি নিজেই অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
কিন্তু ততক্ষণে বিমানের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
ঘটনাটি ঘটেছে গত ১ ফেব্রুয়ারি ডালাস থেকে ডেট্রয়েটগামী ১৪১৮ নম্বর ফ্লাইটে। ওই ঘটনায় কেউ আহত হননি। এর এক মাস পর মন্তানোর বিরুদ্ধে মামলা হলেও মঙ্গলবার মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন তিনি।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস