শনিবার, ০৫ মার্চ, ২০১৬, ০৭:২৯:১২

ক্ষ্যাপা কিমকে আলোচনায় ডাকলেন পুতিন

ক্ষ্যাপা কিমকে আলোচনায় ডাকলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : হাইড্রোজেন বোমা ফাটানোর পর থেকে উত্তর কোরিয়ার উপর একের পর নিষেধাজ্ঞা জারি করা হয়। কার্যত সেদিকে কর্ণপাত না করে কখনো শক্তিশালী আবার কখনো স্বল্পপাল্লার মিসাইলের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। কিন্তু সম্প্রতি পিয়ংইয়ংয়ের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ। এর পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে ফিরে আসবে বলে আবেদন জানাল রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা আশা করি উত্তর কোরিয়া উপযুক্ত এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনার টেবিলে ফিরে আসবে। পুতিনের অনুমতিতে কিমকে অালোচনায় ডাকা হয়েছে বলেও তিনি জানান। আমেরিকা ও চীনের মধ্যে দীর্ঘ সাত সপ্তাহ ধরে জোরালো আলোচনার পর উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কড়া নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়াও এ পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে।

অবশ্য পিয়ংইয়ং’র সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। নিরাপত্তা পরিষদ কড়া নিষেধাজ্ঞা কারণে উত্তর কোরিয়ার অর্থনৈতিক এবং মানবিক পরিস্থিতির অবনতি হবে না বলেও মস্কো আশা ব্যক্ত করেছে। এ প্রস্তাবে উত্তর কোরিয়ায় যাতায়াতকারী সব মালামাল ও কার্গোকে বাধ্যতামূলক পরিদর্শনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া, উত্তর কোরিয়ার ১৬ ব্যক্তি এবং ১২ প্রতিষ্ঠানকে ব্ল্যাকে লিস্টে ফেলার আহ্বানও জানানো হয়েছে প্রস্তাবে।
০৫ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে