সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:০০:৫৫

স্কুটির দাম ফোনের থেকেও কম! মধ্যবিত্তের মাঝে ঝড়, কেনার হিড়িক!

স্কুটির দাম ফোনের থেকেও কম! মধ্যবিত্তের মাঝে ঝড়, কেনার হিড়িক!

দেশজুড়ে পেট্রোলের দাম ক্রমেই বাড়তে থাকায় এবং পরিবেশ দূষণের বিষয়টি ক্রমশ গুরুত্ব পাচ্ছে, সেই সঙ্গে সাধারণ মানুষের ইলেকট্রিক যানবাহনের প্রতি আগ্রহও বাড়ছে। 

এই চাহিদার প্রেক্ষিতে সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটার বাজারে নিজের অবস্থান দৃঢ় করছে Ujaas Energy। এর জনপ্রিয় মডেলগুলির মধ্যে অন্যতম হলো Ujaas eGo LA, যা বিশেষভাবে শহরের দৈনন্দিন যাতায়াতের সুবিধা ও আরামকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।

Ujaas eGo LA: দেশজুড়ে পেট্রোলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় ইলেকট্রিক যানবাহনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 

এই পরিস্থিতিতে সাশ্রয়ী দামের ইলেকট্রিক স্কুটার নিয়ে বাজারে নিজেদের জায়গা শক্ত করছে Ujaas Energy। সংস্থার জনপ্রিয় মডেলগুলির মধ্যে অন্যতম Ujaas eGo LA, যা মূলত শহরের দৈনন্দিন যাতায়াতের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।
শহুরে যাতায়াতের জন্য উপযোগী নকশা

Ujaas eGo LA-এর ডিজাইন খুব বেশি জাঁকজমকপূর্ণ না হলেও ব্যবহারিক দিক থেকে বেশ কার্যকর। হালকা ওজনের বডি, প্রশস্ত ফুটবোর্ড এবং আরামদায়ক সিট—সব মিলিয়ে স্কুটারটি চালানো সহজ। ট্রাফিকপূর্ণ শহরের রাস্তায় স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য এই মডেলটি যথেষ্ট সুবিধাজনক বলে মনে করছেন ব্যবহারকারীরা। বিশেষ করে নতুন রাইডার, ছাত্রছাত্রী এবং বয়স্কদের জন্য এই স্কুটারটি বেশ উপযোগী।

ইলেকট্রিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব দিক
এই স্কুটারটিতে ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে, ফলে পেট্রোল বা ডিজেলের প্রয়োজন নেই। এর ফলে একদিকে যেমন যাতায়াতের খরচ কমছে, অন্যদিকে পরিবেশ দূষণ কমানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কার্বন নিঃসরণ না থাকায় পরিবেশ সচেতন ক্রেতাদের কাছে Ujaas eGo LA ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।

কম খরচে রক্ষণাবেক্ষণ
Ujaas eGo LA-এর অন্যতম বড় সুবিধা হলো এর কম মেইনটেন্যান্স খরচ। ইলেকট্রিক স্কুটার হওয়ায় ইঞ্জিন অয়েল বদল, ক্লাচ বা গিয়ার সংক্রান্ত কোনও ঝামেলা নেই। সাধারণ চার্জিং ব্যবস্থার মাধ্যমে স্কুটারটি চালানো যায়, যা দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুবিধা দেয়। অনেক ক্ষেত্রেই বাড়ির সাধারণ বৈদ্যুতিক সংযোগ থেকেই চার্জ দেওয়া সম্ভব, ফলে আলাদা পরিকাঠামোর প্রয়োজন পড়ে না।
মধ্যবিত্তের মনে তুফান তুলে Ujaas-র সস্তার এই স্কুটারমধ্যবিত্তের মনে তুফান তুলে Ujaas-র সস্তার এই স্কুটার

পারফরম্যান্স ও ব্যবহারিক দিক
সংস্থার দাবি অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জে Ujaas eGo LA শহরের দৈনন্দিন যাতায়াতের জন্য যথেষ্ট দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এটি মূলত স্বল্প ও মাঝারি দূরত্বের যাত্রার জন্য উপযোগী। অফিস যাতায়াত, বাজার করা কিংবা নিত্যপ্রয়োজনীয় কাজে বেরোনোর ক্ষেত্রে এই স্কুটারটি একটি কার্যকর বিকল্প হয়ে উঠছে।

দাম ও বাজারে অবস্থান
বর্তমান বাজারে Ujaas eGo LA তুলনামূলকভাবে কম দামের ইলেকট্রিক স্কুটারগুলির মধ্যে পড়ে। কম বাজেটের মধ্যে ইলেকট্রিক স্কুটার কিনতে আগ্রহী গ্রাহকদের জন্য এটি একটি আকর্ষণীয় অপশন। সরকারি স্তরে ইলেকট্রিক যানবাহনের প্রতি উৎসাহ এবং বিভিন্ন নীতিগত সহায়তা থাকায় আগামী দিনে এই ধরনের স্কুটারের চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এর দাম ৩৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকার মধ্যে।
ভবিষ্যতের দিশা

বিশেষজ্ঞদের মতে, শহরের যানজট ও জ্বালানির খরচ বৃদ্ধির সমস্যার সমাধানে ইলেকট্রিক স্কুটার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেই দিক থেকে Ujaas eGo LA-এর মতো মডেলগুলি সাধারণ মানুষের মধ্যে ইভি ব্যবহারের প্রবণতা বাড়াতে সাহায্য করবে। সব মিলিয়ে বলা যায়, Ujaas eGo LA একটি সহজ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার, যা কম খরচে শহরের দৈনন্দিন যাতায়াতের জন্য একটি বাস্তবসম্মত সমাধান হিসেবে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে