আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমান চুক্তির আওতায় ইউক্রেন নিশ্চিতভাবেই ১৫ বছরের জন্য যুক্তরাষ্ট্র থেকে ‘নিরাপত্তা গ্যারান্টি’ পাবে। তবে এর মেয়াদ আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
কিন্তু ইউক্রেন ৩০-৫০ বছরের জন্য গ্যারান্টি চায়। জেলেনস্কি জানান, ট্রাম্প তার প্রস্তাব ‘ভাববেন’ বলে প্রতিক্রিয়া দিয়েছেন। সংবাদমাধ্যম নোভোস্টি লাইভ এ খবর জানিয়েছে।
বিষয়টি এখনো প্রস্তাবিত জানিয়ে জেলেনস্কি বলেন, এই নথিটি ১৫ বছরের জন্য বৈধ, যার মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আমি প্রেসিডেন্টের (ট্রাম্প) কাছে বিষয়টি উত্থাপন করেছি। আমি তাকে বলেছি, প্রায় ১৫ বছর ধরে চলছে...এই কারণেই আমরা সত্যিই দীর্ঘমেয়াদী গ্যারান্টি পেতে চাই।
তিনি আরও বলেন, আমি তাকে বলেছি, আমরা ৩০-৪০ অথবা ৫০ বছরের জন্য গ্যারান্টির সম্ভাবনা বিবেচনা করতে চাই। প্রেসিডেন্ট (ট্রাম্প) বলেছেন, তিনি এটি নিয়ে ভাববেন।