মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ০৩:৫১:৫৫

পানিতে বিষ, মরে ভেসে উঠছে লক্ষাধিক মাছ

পানিতে বিষ, মরে ভেসে উঠছে লক্ষাধিক মাছ

আন্তর্জাতিক ডেস্ক : দূষণের মাত্রা, মাত্রাতিরিক্ত। ফল, হাজার হাজার মাছের মৃত্যু। পুকুরের মাছ মরে তা ভেসে উঠছে। সেই ছবি দেখেই হতচকিত ভারতের বেঙ্গালুরু। উলসুরের লেকে পানি দূষণের পরিমাণ এতটাই বেশি, নিজেদের বিচরণ স্থানেও বেঁচে থাকতে পারছে না মাছ।

রুই, কাতলা থেকে আরও নানান মাছ যারা এতদিন পর্যন্ত ওই লেকেই বড় হয়েছিল, আসতে আসতে তারা সেখানেই জীবনের ইতি টানছে। বারবার দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের প্রশাসনকে জানিয়েও কোনও সুফল পাওয়া যায়নি বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, এই লেকে এত বেশি পরিমাণে বর্জ্য পদার্থ ফেলা হয়েছে, তাতেই পানিতে বিষের পরিমাণ বেড়েছে এবং মাছেদের মৃত্যু হয়েছে। ছবি : এএনআই ও সূত্র : জিনিউজ ইন্ডিয়া

৮ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে