মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ০৮:৫৬:৫০

আসছে মার্কিন নিষেধাজ্ঞা, হুঁশিয়ার করল চীন

আসছে মার্কিন নিষেধাজ্ঞা, হুঁশিয়ার করল চীন

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কারণে এবার চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। দেশটির বৃহত্তম টেলিকম যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেডটিই কর্পোরেশনের বিরুদ্ধে ওয়াশিংটনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বেইজিং। সাথে উচ্চারণ করা হয়েছে কড়া হুঁশিয়ারিও।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমেরিকার অভ্যন্তরীণ আইনের আওতায় চীনা কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে সিদ্ধান্ত ওয়াশিংটন নিয়েছে বেইজিং তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

তিনি আরো বলেন, মার্কিন সরকার এই ভ্রান্ত পদক্ষেপ স্থগিত রাখবে বলে চীন আশা করছে, কারণ এ নিষেধাজ্ঞা বাস্তবায়িত হলে চীন-মার্কিন বাণিজ্যিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত হবে।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় যেডটিই’র কাছে পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে যা মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

এ নিষেধাজ্ঞায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নির্মিত কোনো পণ্য চীনা এই কোম্পানির কাছে কেউ বিক্রি করতে পারবে না। চীনা কোম্পানিটির বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগ- এটি ২০১২ সালে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানের বৃহত্তম টেলি-কমিউনিকেশন কোম্পানি- টিসিআই’র কাছে লাখ লাখ ডলার মূল্যের যন্ত্রাংশ ও সফটঅয়ার বিক্রি করেছে।

ইরানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও জ্বালানি সম্পর্ক রয়েছে। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে যে পরমাণু সমঝোতার আওতায় গত জানুয়ারিতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে তাতে চীনের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

তবে মার্কিন সরকার দাবি করছে, ওই সমঝোতার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত নিষেধাজ্ঞাগুলো উঠে গেলেও কথিত সন্ত্রাসবাদ ও মানবাধিকার সংক্রান্ত নিষেধাজ্ঞাগুলো বহাল রয়েছে।
৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে