মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ০৯:৩১:৩৮

১৫০ বছরের ব্রিটিশ সংসদে আগুন!

১৫০ বছরের ব্রিটিশ সংসদে আগুন!

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্ট বা সংসদে আগুন আতঙ্ক! এমপি এবং লর্ড-সভার সদস্যদের সতর্ক করার পর এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের জানানো হয়েছে, সংসদ ভবন ওয়েস্টমিনস্টার প্যালেসের মেরামত না হলে সেখানে অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে।

১৫০ বছরের প্রাচীন এই ভবনকে নতুন করে সাজানো হচ্ছে। এ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত এক কমিটিকে ক’জন বিশেষজ্ঞ বলছেন, ভবনটির বিদ্যুতের তার অনেক পুরনো বলে তাপে গলে যাওয়ার ঝুঁকি রয়েছে। কোন কোন পাইপ ৪০ বছরের পুরনো এবং বিভিন্ন জায়গায় স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক অ্যাসবেস্টস রয়েছে।

এঞ্জিনিয়ার নিক মিড বলেছেন, ওয়েস্টমিনস্টার প্যালেসের মেরামতের সময় এমপি এবং লর্ড-সভার সদস্যদের অন্যত্র সরে গিয়ে সংসদ অধিবেশনে বসতে হবে। তবে আগামী ২০২০ সালের আগে সংসদ ভবনে কোন নির্মাণকাজ শুরু হওয়ার কোন সম্ভাবনা নেই।

বিশ্বব্যাপী সংসদীয় গণতন্ত্রের প্রতীক এই ঐতিহ্যবাহী দালানের ভবিষ্যৎ কী হবে, সে সম্পর্কে আগামী কয়েক বছরের মধ্যে সংসদ সদস্যদের ভোটে সিদ্ধান্ত নিতে হবে।

১৫০ বছর পুরনো হলেও ১৯ শতকের মাঝামাঝি নাগাদ ওয়েস্টমিনস্টার প্যালেসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দু’জন আর্কিটেক্ট চার্লস ব্যারি এবং অগাস্টাস পাগিন একে নতুন করে সাজিয়ে তোলেন।

এই ভবনের মেরামতের ওপর গত বছর এক রিপোর্ট প্রকাশ করা হয়। এতে বলা হয়, সংসদ সদস্যদের অন্যত্র না সরিয়ে মেরামত করা হলে তাতে ব্যয় হবে ৫৭০ কোটি পাউন্ড স্টার্লিং আর সময় লাগবে ৩২ বছর।

অন্যদিকে, এমপিরা সরে গেলে সময় লাগবে ছয় বছর আর খরচ পড়বে ৩৫০ কোটি পাউন্ড।
৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে