মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ১০:২৮:৫৬

নতুন রেকর্ড, ৬৬ দিনে ৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি

নতুন রেকর্ড, ৬৬ দিনে ৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি

নিউজ ডেস্ক : চলতি বছরে ৬৬ দিনে ৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। রবিবার এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে এ বছর দেশটিতে এ পর্যন্ত ৭০ জনকে মৃত্যুদণ্ড দেয়া হল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আলা আল-জাহরানির বিরুদ্ধে তার সহকর্মী আব্দুল্লাহ আল-সুমাইরিকে মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়।

দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, জেদ্দার লোহিত সাগরের তীরবর্তী নগরীতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

২ জানুয়ারি সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে একই দিনে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরসহ সৌদি আরবে চলতি বছর এ পর্যন্ত ৭০টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদি আরবে বেশিরভাগ মৃত্যুদণ্ডই কার্যকর করা হয় ধারালো তরবারি দিয়ে শিরশ্ছেদের মাধ্যমে।

এএফপির এক পরিসংখ্যান অনুসারে, ২০১৫ সালে সৌদি আরবে ১৫৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের অধিকাংশের বিরুদ্ধে (প্রকাশের অযোগ্য) পাচার ও খুনের অভিযোগ প্রমাণিত হয়।

অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সৌদি আরবে গত বছর মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা গত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি।
৮ মার্চ ২০‌১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে