মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ০১:৪২:২৩

কাদায় আটকে ধরা খেল ইসরাইলি দুর্ধর্ষ গোয়েন্দারা!

কাদায় আটকে ধরা খেল ইসরাইলি দুর্ধর্ষ গোয়েন্দারা!

আন্তর্জাতিক ডেস্ক : সামান্য কাদার কাছে পরাজিত হল দখলদার ইহুদিবাদী ইসরাইলি গোয়োন্দারা! জার্মানিতে গোয়েন্দা তৎপরতা চালাতে গিয়ে কাদায় আটকা পড়েছিল দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ অনুচরদের গাড়ি। এমনকি সেই গাড়ি উদ্ধার করতে মোটা অঙ্কের টাকা ব্যয় হয়।

এই গোপন খবর প্রকাশ পায় সেই গাড়ি উদ্ধারের খরচের বিলের মাধ্যমে। সেই বিল জার্মানির ইসরাইলি দূতাবাসে পাঠিয়েছে দেশটির স্থানীয় সংস্থা।

গত ডিসেম্বরে জার্মানির ছোট্ট শহর কুইয়ার্নবিকে এ ঘটনা ঘটেছে বলে দেশটির বেসরকারি চ্যানেল এনডিআরে প্রচারিত খবরে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, নিষিদ্ধ একটি এলাকায় সশস্ত্র ইসরাইলি গুপ্তচরেরা ঢুকলে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক সন্দেহের সৃষ্টি হয়। তাদের জেরার মুখে গুপ্তচরেরা স্বীকার করতে বাধ্য হয় যে, তারা ওই এলাকায় নজরদারি চালানোর জন্য ঢুকেছে।

শহরটির মেয়র কালাস লাংগার জানান, একটি নৌকাবাইচ প্রতিযোগিতার আগমুহূর্তে এ ঘটনা ঘটেছে। রাস্তায় প্রচণ্ড কাদা থাকায় তাতে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচরদের গাড়ি আটকে যায়।

পরে পুলিশ, দমকল বাহিনী এবং স্থানীয় এক কৃষকের সহায়তায় ট্রাক্টর দিয়ে টেনে গাড়িটিকে উদ্ধার করা হয়। এ সময় মোসাদ গুপ্তচরেরা নিজেদেরকে কূটনীতিক বলে পরিচয় দেয়। এ পরিচয়ের আড়ালেই তারা গুপ্তচরবৃত্তিতে নিয়োজিত ছিল।

জার্মানি থেকে ইসরাইলের হাইফা বন্দরে সাবমেরিন পাঠানোর কাজ তদারকির জন্য মোসাদ গুপ্তচরেরা জার্মানির ওই শহরে গিয়েছিল।

শহর কর্তৃপক্ষ মোসাদ গুপ্তচরদের গাড়ি উদ্ধারের খরচ বাবদ ১,২৬৩ ইউরোর একটি বিল বার্লিনের ইসরাইলি দূতাবাসে পাঠিয়েছে। এখনো অর্থ পরিশোধ করা হয়েছে কিনা খবরে তা উল্লেখ করা হয় নি।
৮ মার্চ ২০‌১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে