মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ০৫:২৭:৩৩

গোপন আলোচনায় সৌদি আরব

গোপন আলোচনায় সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেন সংকট সমাধানের লক্ষ্যে সৌদি আরব জনপ্রিয় হুথি আন্দোলনের সঙ্গে জর্ডানের রাজধানীতে গোপন আলোচনা করেছে বলে লন্ডন ভিত্তিক 'দি রাই আল- ইয়োম' সংবাদ মাধ্যম জানিয়েছে। ফিলিস্তিনি প্রখ্যাত সাংবাদিক আব্দুল বারি আতওয়ান সম্পাদিত সংবাদমাধ্যমটি আজ (মঙ্গলবার) জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে দুই পক্ষই পরবর্তী আলোচনায় মিলিত হতে পারে।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইয়েমেন বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওলদ শেইখ আহমেদে দুই পক্ষের মধ্যে আলোচনার বিষয়টি একটি গোপন চিঠির মাধ্যমে রাজনীতি বিষয়ক সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেফরি ফেল্টম্যানকে জানিয়েছেন।ওই গোপন চিঠির একটি কপি তাদের হাতে রয়েছে বলে সংবাদমাধ্যমটি দাবি করেছে।

এছাড়া, দুই পক্ষের মধ্যে আলোচনার বিষয়টি সরাসরি সৌদি রাজা সালমান নিজেই তদারকি করছেন বলে খবর পাওয়া গেছে।তবে এই আলোচনায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে অন্তর্ভুক্ত করা হয় নি। ইয়েমেনের প্রেসিডেন্ট হিসেবে হাদি পদত্যাগ করা সত্ত্বেও তাকে আবার ক্ষমতায় পুনর্বহাল করার লক্ষ্যে সৌদি আরব আকাশ স্থল এবং নৌ পথে গত এক বছর ধরে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে।

সৌদি আরব গোপন আলোচনা চালাচ্ছে বলে যে খবর বের হয়েছে এতে মনে করা হচ্ছে যে, দেশটি হুথি আন্দোলনের দাবির প্রতি নতি স্বীকার করেছে। হাদিকে বাদ দিয়ে সরাসরি সৌদি আরবের সঙ্গে আলোচানার বিষয়টি হুথি আন্দোলনকারীরা দীর্ঘ দিন ধরে দাবি করে আসছিল।

ইয়েমেনে স্থল অভিযান চালিয়েও যুদ্ধ জয়ের কোনো আশা না থাকায় সৌদি আরবের ওপর চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

ইয়েমেন যুদ্ধের চোরাবালিতে সৌদি আরব আটকা পড়েছে বলে এর আগে গত মাসে সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আসিরি স্বীকার করেছিলেন।-রেডিও তেহরান
০৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে