মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ০৭:০০:১৫

কাতারের ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বাঘ!

 কাতারের ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বাঘ!

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের ব্যস্ত এক মহাসড়কে একটি বাঘের দৌড়ে বেড়ানোর ভিডিও চিত্র ট্যুইটারে ছড়িয়ে পড়লে ব্যাপক হৈচৈ শুরু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

ট্যুইটারে বিশ সেকেন্ডের একটি ভিডিও চিত্রে দেখা যাচ্ছে উদভ্রান্ত বড়সড় একটি বাঘের বাচ্চা চলন্ত গাড়ির ভেতর দিয়ে পালানোর চেষ্টা করছে।

বাঘটির গলায় একটি শেকল লাগানো রয়েছে। ধারনা করা হচ্ছে, পোষা এই বাঘটি শেকল ছিঁড়ে পালিয়ে এসেছে। কাতারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ট্যুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, ঘটনা তদন্ত করা হচ্ছে।

পরে ট্যুইটারে প্রচার করা ছবিতে দেখা যায়, মাথায় টুপি এবং সাদা লম্বা আলখাল্লা পরা এক ব্যক্তি হাসিমুখে চেনবাঁধা বাঘটিকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ধারনা করা হচ্ছে মালিক বাঘটিকে ধরতে পেরেছেন।

কাতারে ধনীদের মধ্যে বাঘ, সিংহ, চিতাবাঘের মত হিংস্র বন্য জন্তু পোষার চল রয়েছে। সরকার এ ধরণের বন্যজন্তু বাড়িতে রাখার বেআইনি করলেও, অনেকেই তা মানে না।

আইন ভাঙলে এক হাজার কাতারি রিয়াল থেকে ১০,০০০ রিয়াল পর্যন্ত জরিমানার ব্যবস্থা থাকলেও এই আইন বাস্তবায়ন করার নজির তেমন দেখা যায়না।
০৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে