মঙ্গলবার, ০৮ মার্চ, ২০১৬, ১০:২০:৫৪

ওবামাকে প্রত্যাখ্যান নেতানিয়াহুর, বিস্মিত হোয়াইট হাউস

ওবামাকে প্রত্যাখ্যান নেতানিয়াহুর, বিস্মিত হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণ প্রত্যাখান করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে বিস্মিত হয়েছে হোয়াইট হাউস। চলতি মাসের শেষ নাগাদ  ইসরায়েলি নেতার সঙ্গে এক আলোচনার  প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এতে রাজি হননি নেতানিয়াহিু। এ ঘটনাকে দুই নেতার মধ্যে শীতল সম্পর্কের সর্বশেষ লক্ষণ বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরাইল সফরের প্রাক্কালে সোমবার ওবামার আমন্ত্রণ প্রত্যাখান করলেন নেতানিয়াহু। ওবামার এক সহকারী বলেন, ইসরাইল সরকার ১৭ বা ১৮ মার্চ বৈঠকের অনুরোধ করেছিল এবং হোয়াইট হাউস ১৮ মার্চ বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে সাড়া দিয়েছিল।

জাতীয় নিরাপত্তা পরিষদ মুখপাত্র নেড প্রাইস বলেন,‘দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। তবে গণমাধ্যমের খবরে আমরা জানতে পেরেছি যে ইসরাইল প্রধানমন্ত্রী আমাদের আমন্ত্রণ গ্রহণ করার চেয়ে তার সফর বাতিল করার পরিকল্পনা করছেন। আর এতে আমরা বিস্মিত।’

তিনি বলেন, ‘খবরে বলা হয়েছে আমরা প্রধানমন্ত্রীর শিডিউল রক্ষা করতে পারছি না যা ডাহা মিথ্যা।’
ইরানের সঙ্গে বিশ্বশক্তির পারমাণবিক চুক্তি নিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে অতীতে ব্যাপক মতানৈক্য ছিল। তবে দেশ দুটি এখন ওই পর্যায় থেকে সরে আসতে যাচ্ছে।
০৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে