সোমবার, ২১ মার্চ, ২০১৬, ০৮:২৮:৫০

আমেরিকার নতুন ষড়যন্ত্রের বিষয়ে হুঁশিয়ার করলেন খামেনী

আমেরিকার নতুন ষড়যন্ত্রের বিষয়ে হুঁশিয়ার করলেন খামেনী

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে লিপ্ত মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সবাইকে হুঁশিয়ার করলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনী। তিনি বলেছেন, ইরানের ওপর আবারো আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে আমেরিকা।

রোববার এক বিশাল জনসমাবেশে তিনি এ কথা বলেছেন। ফার্সি নতুন বছরের প্রথম দিন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

সর্বোচ্চ নেতা বলেন, পুরানো আধিপত্য ফিরে পাওয়ার চেষ্টা করছে আমেরিকা। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মধ্যদিয়ে ওয়াশিংটনের কবল থেকে মুক্ত হয়েছে ইরানের মানুষ এ কথা উল্লেখ করে তিনি বলেন, মার্কিনীদের মোকাবেলা করা যে সম্ভব তা ইরানিরা প্রমাণ করেছে।

তিনি বলেন, ইসলামি বিপ্লবের মধ্যদিয়ে ইরান তার প্রকৃত মালিক জনগণের কাছে ফিরে এসেছে। তিনি বলেন, বিপ্লবের আগে আমেরিকা ইরানের সম্পদ লুট করেছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ব্রিটেনের প্রধান ঘাঁটি ছিল পাহলভি শাসকগোষ্ঠী।

সর্বোচ্চ নেতা পরিষ্কার ভাষায় বলেন, মার্কিন জনগণের সঙ্গে ইরানের জনগণের কোনো শত্রুতা নেই তবে মার্কিন প্রশাসন হলো ইরানের শত্রু।
২১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে