সোমবার, ২১ মার্চ, ২০১৬, ০৮:৪৯:৩১

বিস্ফোরক তথ্য, গোপন চুক্তির পর দেশ ছেড়েছেন মুশাররফ!

বিস্ফোরক তথ্য, গোপন চুক্তির পর দেশ ছেড়েছেন মুশাররফ!

আন্তর্জাতিক ডেস্ক : মুশাররফের ওপর আরোপিত নিষেধাজ্ঞা গোপন চুক্তির আওতায় তুলে নিয়েছে সরকার! পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফের দেশত্যাগের বিষয়ে এমনই বিস্ফোরক তথ্য দিয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী আহমেদ রাজা কাসুরি। দেশের বাইরে এ চুক্তি হয়েছে বলেও দাবি করেন তিনি।

সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী মুশাররফের বিরুদ্ধে আরোপিত বিদেশ ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সরকারি দাবি নাকচ করে দেন অল পাকিস্তান মুসলিম লীগের প্রধান সমন্বয়কারী কাসুরি।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা বজায় রাখার পক্ষে কোনো যুক্তি আদালতে তুলে ধরেন নি পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল সালমান আসলাম বাট। মুশাররফের বিরুদ্ধে আরোপিত দেশদ্রোহিতার মামলা তুলে নেয়া হবে বলেও জানান তিনি।

পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে কাসুরি বলেন, ১৭ মার্চ পাকিস্তান ছাড়ার আগে ফোনে এ চুক্তি নিয়ে তার সঙ্গে বিস্তারিত আলাপ করেছেন জেনারেল মুশাররফ। উপযুক্ত সময়ে এ বিষয়ে বিস্তারিত বিবরণ প্রকাশ করা হবে বলে জানান কাসুরি।

বিদেশে উন্নত চিকিৎসার নামে ১৮ মার্চ পাকিস্তান থেকে দুবাই যান পারভেজ মুশাররফ। দেশ ছাড়ার আগে জেনারেল মুশাররফ ডন-কে বলেছেন, আমি একজন যোদ্ধা এবং আমি দেশকে ভালোবাসি। কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরেই আবার দেশে ফিরে আসব। নিজের বিরুদ্ধে দায়ের করা সব মামলায় লড়বেন বলেও অঙ্গীকার করেন তিনি।
২১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে