সোমবার, ২১ মার্চ, ২০১৬, ০৫:২১:৫০

চীনের বাড়া ভাতে ছাই দিল ভারত!

চীনের বাড়া ভাতে ছাই দিল ভারত!

আন্তর্জাতিক ডেস্ক : চীনে আণবিক খনিজ উপাদান বেরিলিয়াম বা বেরিল পাচারের একটি প্রচেষ্টা বানচাল করে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আইআরআইবির এক প্রতিবেদেনে এ খবর জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত সূত্র থেকে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় আণবিক শক্তি সংস্থা, গোয়েন্দা ব্যুরো এবং রাজস্থান পুলিশের সন্ত্রাস-বিরোধী স্কোয়াড একযোগে অভিযান চালিয়ে আণবিক খনিজ উপাদান বেরিল পাচারের প্রচেষ্টা বানচাল করে দেয়।

জানুয়ারি মাসের শেষ দিকে এ অভিযান চালানো হয়েছে এবং ছয় ব্যক্তিকে আটক করা হয়। অভিযানের সময় ৩১ টন বেরিল উদ্ধার করা হয়েছে। জয়পুরের আদালতে এ ছয় ব্যক্তির নামে গত ২৭ ফেব্রুয়ারি মামলা করা হয়।

খবরে আরো দাবি করা হয়েছে, গত অক্টোবরে ২০ টন বেরিলের একটি চালান হংকংয়ে পাচার করা হয়েছে। গুজরাটের কান্দেলা বন্দর দিয়ে এ বেরিল পাচার করা হয়। ভারতে উত্তোলিত বেরিলের ১০ শতাংশই আসে রাজস্থান থেকে।

ভারতের পরমাণু উপাদানের নিরাপত্তা নিয়ে ২০১৪ সালে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন-ভিত্তিক সংস্থা নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ। সংস্থার প্রতিবেদনে পরমাণু উপাদানের নিরাপত্তা বিচারে বিশ্বের ২৫টি দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল ২৩।
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে