সোমবার, ২১ মার্চ, ২০১৬, ১১:৪৫:২৯

সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী যেই হন না কেন, এবার থেকে সরকারি ভবনে ঢোকার সময় তাদের দরজার বাইরেই রাখতে হবে স্মার্টফোন। সরকারি কর্মীদের সম্প্রতি এমনটাই নির্দেশ জারি করল কাজাখস্তান সরকার। আগামী ২৪ মার্চ থেকে নয়া এই নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে।

নতুন এই নির্দেশ ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও প্রশাসনের দাবি, সরকারের গুরুত্বপূর্ণ নথি ফাঁস হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত। শুধু স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা নয়, সরকারি কর্মীদের ক্যামেরাবিহীন ও ইন্টারনেট সংযোগ ছাড়া সাধারণ মোবাইল ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে।
২১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে