মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ০৮:৪৭:১৭

‘হিন্দু-মুসলিম সবাই আতঙ্কে’

‘হিন্দু-মুসলিম সবাই আতঙ্কে’

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান সরকারের আমলে শুধু মুসলমান নন, ধর্মনিরপেক্ষ হিন্দুরাও আতঙ্কে রয়েছেন বলে অভিযোগ করেছেন ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবী আজাদ।

সোমবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দেশে ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি করায় বর্তমান সময়ে শুধু মুসলমানরাই নন বরং সেক্যুলার হিন্দুরাও আতঙ্কের মধ্যে রয়েছেন।

সাম্প্রতিক কিছু ঘটনা উল্লেখ আজাদ বলেন, দেশে এত উত্তেজনা কখনো দেখা যায় নি। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলেও সেক্যুলার মতাদর্শের স্থান ছিল কিন্তু পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।

তিনি বলেন, জম্মুতে এক ট্রাক চালককে মিথ্যা অভিযোগে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো, রান্নাঘর পরীক্ষা করে দেখা হচ্ছে কী রান্না হচ্ছে! আলীগড় বিশ্ববিদ্যালয়ের মেসে তদন্ত করা হচ্ছে, দিল্লিতে কেরল হাউসের রান্নাঘরে গরুর গোশত রান্না করা হচ্ছে কি না তা নিয়ে তল্লাশি চালানো হলো, এসবই সীমা অতিক্রম করে গেছে।

তিনি বলেন, ঝাড়খন্ডে দুই যুবককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এখন কি তাহলে কোনো মুসলিম গবাদি পশু কিনতে পারবে না?

আজাদ বলেন, এ ধরণের ঘটনা বন্ধ করতে কোনো শক্ত পদক্ষেপ নেয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী নিজের মন্ত্রীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। অমিত শাহ দলীয় বিধায়ক এবং এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। এর ফলে দেশের পরিবেশ খারাপ হচ্ছে, দেশে উত্তেজনা এবং অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হচ্ছে যা আগে কখনো হয় নি।
২২ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে