মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ০৯:১৯:১৩

বন্য হাতির তাণ্ডবে ৫জনের মৃত্যু

বন্য হাতির তাণ্ডবে ৫জনের মৃত্যু

বিনোদন ডেস্ক : একটি বন্য হাতির আক্রমণে ৫ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় একটি গ্রামে এ ঘটনাটি ঘটে। সোমবার স্থানীয় এক কর্মকর্তা একথা বলেছেন।
 
জানা গেছে, পাল থেকে চারটি হাতি বিচ্ছিন্ন হয়ে রবিবার সকালে বর্ধমানের একটি গ্রামে প্রবেশ করে গ্রামবাসীর ওপর হামলা চালায়। এ ঘটনায় অপর এক জন গুরুতর আহত হয়েছেন।
 
পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে ওই গ্রামবাসীরা মারা যান। পাথর ছুড়ে মারায় হাতিগুলো ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে বসে। গ্রামবাসীরা হাতিগুলোকে ভয় দেখাতে চাইছিল।
 
বর্মণ বলেন, খবর পেয়ে বন কর্মকর্তারা চেতনানাশক ছুড়লে একটি পুরুষ হাতি মারা যায়। তিনি আরো বলেন, অপর তিনটি হাতি পালিয়ে যায়। এগুলোর মধ্যে একটি মাদী হাতি ও দুটি বাচ্চা হাতি ছিল।
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে