মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ০৪:২৩:৫৩

বিমানবন্দর ও রেলস্টেশনে ভয়াবহ বোমা হামলা, নিহত বেড়ে ১৩

বিমানবন্দর ও রেলস্টেশনে ভয়াবহ বোমা হামলা, নিহত বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ও মেট্রোরেল স্টেশনে ভয়াবহ বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছেন।  

মঙ্গলবার সকালে জাভেতেম বিমানবন্দরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।  নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  তাৎক্ষণিকভাবে এ বিস্ফোরণের কারণ জানা যায়নি।

বেলজিয়ামের সরকারি টেলিভিশন চ্যানেল আরটিবিএফ জানিয়েছে, বিমানবন্দরে জোড়া বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছে।  আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এ ঘটনার কিছুক্ষণ পর ইউরোপীয় ইউনিয়ন ইনস্টিটিউটের কাছে অবস্থিত মায়েলবিক মেট্রোরেল স্টেশনে তৃতীয় বোমার বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিমানবন্দরে বোমা বিস্ফোরণের আগে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।  এ সময় আরবি ভাষায় হামলাকারীদের চিৎকার করতে শোনা গেছে।

প্রাপ্ত ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর বিমানবন্দর ভবনের ভেতর থেকে ধোঁয়া উদগীরণ ও লোকজনকে ছোটাছুটি করে বেরিয়ে যেতে দেখা গেছে।

স্থানীয় এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, বিমানবন্দরের আমেরিকান এয়ারলাইন্সের চেক ইন কাউন্টারের কাছে বোমাটির বিস্ফোরণ ঘটে।

 এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় সকাল আটটার দিকে টার্মিনাল সংলগ্ন হোটেল থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়।  

ওই ব্যক্তি জানিয়েছেন, ‘আমি হোটেল রুমের জানালার পর্দা সরিয়ে দেখি, লোকজন টার্মিনাল ভবন থেকে ছুটে পালাচ্ছে।  স্ট্রেচারে করে ১৯-২০ জনকে বহন করে নিয়ে যেতে দেখেছেন বলেও দাবি করেন তিনি।

সরকারি কর্মকর্তারা গণমাধ্যমে একে হামলা বলে উল্লেখ করেছেন।  স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার পরপর দেশে সর্বোচ্চ জঙ্গি সতর্কতা জারি করেছে।

বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের পর বিমানবন্দরের চারপাশ থেকে ঘিরে রাখা হয়েছে।  এখানে বিমান ওঠানামা বন্ধ রয়েছে।  বিমানবন্দরের  রেল যোগাযোগ ব্যবস্থাও বন্ধ করে দেয়া হয়েছে।  ব্রাসেলস বিমানবন্দরের পক্ষ থেকে সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।  যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
২২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে