মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ০৪:৫২:৩৫

এবার একসঙ্গে ৫টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ক্ষ্যাপা কিম

এবার একসঙ্গে ৫টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ক্ষ্যাপা কিম

আন্তর্জাতিক ডেস্ক : সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে ফের বিশ্বের দরবারে দেশের শক্তি প্রদর্শন করলেন উত্তর কোরিয়ার নেতা কিম-জং-উন। এবার আর একটা নয়, একসঙ্গে পাঁচটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালেন তিনি। কোরীয় উপদ্বীপের চলতি সামরিক উত্তেজনা নিশ্চিতভাবেই আরো বাড়বে এর ফলে।

হ্যামহাং শহরের কাছে দেশের পূর্ব উপকূল থেকে এই পাঁচটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্রগুলি গিয়ে পড়েছে সমুদ্রে এবং জাপান সাগরে।

উল্লেখ্য, গত ১০ মার্চ উত্তর কোরিয়া দু’টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পূর্ব সাগরে। তাদের সরকারি সংবাদমাধ্যমের দাবি, নতুন উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট লঞ্চারের মাধ্যমে এই দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। গত শুক্রবারও নতুন করে দু’টি মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো প্রতিবেশী দেশগুলি উত্তরের এই পদক্ষেপকে প্ররোচনামূলক হিসাবেই দেখছে।

গত সোমবার দক্ষিণ কোরিয়া তার সহযোগী দেশগুলির সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে। উত্তর কোরিয়ার প্রতি কড়া বার্তাও দেয় সিওল। কিন্তু কোনো কিছু পরোয়া না করেই এদিন ফের পাঁচ-পাঁচটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং। এই অবস্থায় দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা আশঙ্কা করছেন, উত্তর কোরিয়া শীঘ্রই আরো একটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে।
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে