মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ০৭:০২:২১

বিমানবন্দর ও রেলস্টেশনে ভয়াবহ হামলা, নিহত বেড়ে ২৮

বিমানবন্দর ও রেলস্টেশনে ভয়াবহ হামলা, নিহত বেড়ে ২৮

আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের যাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিবর্ষণ ও জোড়া বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৮ ব্যক্তি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আরটিবিএফ জানিয়েছে, মঙ্গলবারের এসব বিস্ফোরণে ‘বহু’ লোক হতাহত হয়েছে।

বিমানবন্দরের মুখপাত্র অ্যাঙ্কে ফ্রান্সেন বলেছেন, বিমানবন্দরের বহির্গমন হলে দু’টি বিস্ফোরণ ঘটেছে। অ্যামেরিকান এয়ারলাইন্সের চেক-ইন ডেস্কের কাছে স্থানীয় সময় সকাল ৮টায় এসব বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।

ব্রাসেলসের একটি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আরটিবিএফ জানিয়েছে, বিস্ফোরণে ২৮ জন নিহত ও অপর ৩০ জন আহত হয়েছে। বেলজিয়ামের বেলজা বার্তা সংস্থা জানিয়েছে, বিমানবন্দরে জোড়া বোমা হামলার আগে গুলির শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পরপরই শত শত লোককে উদ্ধার করে টারমাকে নিয়ে যাওয়া হয়।

ব্রাসেলস আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতি বছর দুই কোটি ৩০ লাখ যাত্রী যাতায়াত করে।

এ ছাড়া, ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সদর দপ্তরের নিকটবর্তী ‘মায়েলবিক’ মেট্রো স্টেশনে আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পরপরই গোটা মেট্রো ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী চালর্স মিশেল বলেছেন, তিনি প্রতি মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখছেন। সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্যারিসে গত বছরের ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজক পরিকল্পনাকারী সালাহ আব্দেসসালামকে ব্রাসেলস থেকে গ্রেফতার করার চারদিন পর আজকের হামলা হলো। ২০১৫ সালের নভেম্বরে প্যারিসের কয়েকটি স্থানে ধারাবাহিক হামলায় অন্তত ১৩০ ব্যক্তি নিহত হয়।-আইআরআইবি
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে