মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬, ০৯:৩৪:৫৮

বিমানে আইফোনে সিনেমা দেখার সময় হঠাৎ আগুন, রহস্য কি?

বিমানে আইফোনে সিনেমা দেখার সময় হঠাৎ আগুন, রহস্য কি?

আন্তর্জাতিক ডেস্ক : বিমানে এই প্রথম হঠাৎ আইফোন বিস্ফোরণে আগুন ধরে যায়।  এতে করে বিমানযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  এ ঘটনায় কেউ হতাহত না হলেও বিমানযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  ঘটনার তদন্তে নেমেছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনেস্টেশন।

সংবাদমাধ্যম ম্যাশেবল জানিয়েছে, হাওয়াইর উদ্দেশ্যে একটি বিমান যাচ্ছিল। সেই বিমানে আন্না ক্রেইল নামের এক কলেজ শিক্ষার্থী তার আইফোন ৬ দিয়ে সিনেমা দেখছিল।  হঠাৎ ফোনটি বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।  এতে বিমানযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কেমো নামের একটি স্থানীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে আন্না বলেন, বিস্ফোরণের ঘটনাটি হঠাৎ ঘটে।  প্রায় ৮ ইঞ্চি সমান শিখা আমার ফোন থেকে বের হতে থাকে।

তিনি বলেন, এ ঘটনায় আমি ভয় পেয়ে ফোনটি হাত থেকে বিমানের মেঝেতে ফেলে দিই।  আগুন লাগা অবস্থায় আইফোনটি এক যাত্রীর আসনের নিচে গিয়ে পড়ে।  এতে বিমানের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  এসময় যাত্রীরা সবাই দাঁড়িয়ে পড়েন।  বিমানে আগুন দেখে আমি খুব ভয় পেয়েছিলাম।  ভেবেছিলাম বিমানটি মনে হয় নিচে নেমে যাচ্ছে।

এ ঘটনা দ্রুত ফ্লাইট অ্যাটেনড্যান্টদের নজরে আসে।  তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।  কিন্তু এখনো রহস্যই রয়ে গেল, ফোনে কীভাবে আগুন লাগলো।

ঘটনাটি তদন্ত করে দেখছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনেস্টেশন।
২২ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে