বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০৯:৩৫:৩২

এ পর্যন্ত সন্ত্রাসী হামলায় ১ হাজার ৭৬জন নিহত

এ পর্যন্ত সন্ত্রাসী হামলায় ১ হাজার ৭৬জন নিহত

সীমান্ত প্রধান: বিশ্বজুড়েই থেমে থেমে চলছে সন্ত্রাসী হামলা। এসব হামলা নিহত হচ্ছে অসংখ্য মানুষ। যেন প্রতিদিনই বিশ্ব ব্রহ্মাণ্ডে বাড়ছে মৃত্যুর মিছিল। আজ কোথাও গাড়ি বোমা হামলা তো কাল আত্মঘাতি হামলা। কিংবা কোথাও আবার চোরাগুপ্তা হামলা।

পুরো বিশ্বে বর্তমানে সন্ত্রাসী হামলা এতটাই মাথাচাড়া দিয়ে উঠেছে যে, চলতি বছরের তিন মাসের ঘটনার পরিসংখ্যানে আঁতকে উঠবেন আপনিও। প্রশ্ন জাগবে, তবে কি দেশে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে? নাকি তৃতীয় বিশ্বযুদ্ধেরই আলামত এগুলো?

২০১৬ সালের জানুয়ারি থেকে চলতি মার্চ পর্যন্ত একটি পরিসংখ্যান থেকে যেসব তথ্য উঠে এসেছে তাতে এটুকু বুঝা যায় বিশ্ব কতটা শান্তিময়। আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে এই পরিস্থিতি। পরিসংখ্যান বলছে, এই তিন মাসের মধ্যে রেকর্ড করা হয়েছে ৯৬টি বড় হামলার ঘটনাকে। এরমধ্যে, ফেব্রুয়ারিতে ঘটে ৬৩টি ও মার্চে ৬০টি।

আর এসব হামলার মধ্যে বিভিন্ন দেশে এ পর্যন্ত ১ হাজার ৪২ জন নিহত হয়। আর এসব হামলার দায় স্বীকার করেন যথাক্রমে আইএস ও আইএস সংশ্লিষ্ট বিভিন্ন জঙ্গি গোষ্ঠি। তবে সর্বশেষ মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে উপর্যুপরি বোমা হামলার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছে।

জানা গেছে, ৭ জানুয়ারি লিবিয়ায়    গাড়িবোমা হামলায় ৬০ জন নিহত হন। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। ১৩ জানুয়ারি পাকিস্তান আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়, এর দায় স্বীকার করে তেহরিক-ই-তালেবান। ১৫ ও ১৬ জানুয়ারি বুরকিনা ফাসোতে গুলি, অগ্নিসংযোগের ঘটনায় ৩০ জন নিহত হয়। এর দায় স্বীকার করে আল-কায়েদা। ১৫ জানুয়ারি সোমালিয়ায় পণবন্দী হামলায় ৬৩ জন নিহত হয়, এর দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আল-শাবাব।

এছাড়া, ২০ জানুয়ারি পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের গণহত্যায় ২০ জন নিহত হয়। নাইজেরিয়া ৩১ জানুয়ারি বোকো হারামের বোমা হামলায় নিহত হয় ৮৬ জন। আফগানিস্তান  ১ ফেব্রুয়ারি আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হয়, এ হামলার দায় স্বীকার করে তালেবান। ইরাকে ৮ ফেব্রুয়ারি  গণহত্যায়  ৩০০ জন নিহত হয়, এর দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

এছাড়া, ৯ ফেব্রুয়ারি নাইজেরিয়ায় জঙ্গি সংগঠন বোকা হারামের আত্মঘাতী বোমা হামলায় ৬০ জন, ইয়েমেন ১৭ ফেব্রুয়ারি আইএস’র আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন, ১৭ ফেব্রুয়ারি তুরস্ক কুর্দিস্তানে জঙ্গি সংগঠন ফ্রিডম ফ্যালকনের আত্মঘাতী গাড়িবোমা হামলায় ২৮ জন, ২১ ফেব্রুয়ারি সিরিয়ায় আইএস-এর বোমা হামলায় ১৩৪ জন ও ৫৭ জন, ২৯ ফেব্রুয়ারি ইরাক আইএস-এর আত্মঘাতী বোমা হামলায় ৪০ জন, ৭ মার্চ পাকিস্তানে তেহরিক-ই-তালেবান-এর গোলাগুলিতে ১০ জন নিহত হয়।

তাছাড়া, ৭ মার্চ তিউনিসিয়ায় আইএস-এর হামলা-সংঘর্ষ ১৭ জন, ১৩ মার্চ তুরস্ক কুর্দিস্তানে জঙ্গি সংগঠন ফ্রিডম ফ্যালকন-এর গাড়িবোমা ও গোলাগুলিতে ৩৭ জন, ১৩ মার্চ আইভরিকোস্টে সন্ত্রাসী গোষ্ঠি একিউআইএম গোলাগুলিতে ১৯ জন, ১৬ মার্চ পাকিস্তানে বোমা হামলায় ১৫ জন, এ দায় কেউ স্বীকার করেনি, ১৯ মার্চ মিসরের জঙ্গি সংগঠন ইউলায়েত সেইনা মর্টার হামলা ও গোলাগুলিতে ১৩ জন, ১৯ মার্চ তুরস্কে আইএস-এর আত্মঘাতী বোমা হামলায় ৪ জন ও ১৯ মার্চ পশ্চিম তীর সন্ত্রাসী গোষ্ঠি ফিলিস্তিনি অঞ্চল-এর বিক্ষিপ্ত হামলা ১ জন নিহত হয়।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে