বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ১০:১৪:৫৯

ভয়াবহ সেই হামলার দায় স্বীকার আইএসের, এখন কি ঘটছে ব্রাসেলসে?

ভয়াবহ সেই হামলার দায় স্বীকার আইএসের, এখন কি ঘটছে ব্রাসেলসে?

আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো ট্রেন স্টেশনে সিরিজ বিস্ফোরণের দায় স্বীকার বরেছে ইসলামিক স্টেট (আইএস)। হামলার পর থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে ধরতে ব্যাপক অভিযান চলছে। বিমান বন্দরের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন সেই ব্যক্তির ছবি প্রকাশ করেছে পুলিশ।

আইএস সংশ্লিষ্ট আমাক নিউজ এজেন্সিতে ইস্যু করা এক বিবৃতিতে দলটি হামলায় জড়িত থাকার দায় স্বীকার করে। আইএসের আত্মঘাতী বোমা হামলাকারীরা বিস্ফোরক বেল্ট পরে দুটো হামলাই চালায়। বেঁচে যাওয়া একজন হামলাকারীকে পুলিশ খুঁজছে বলে জানিয়েছে বেলজিয়ামের গণমাধ্যম।

প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালাহ আব্দেস্লামকে ব্রাসেলস থেকে গ্রেপ্তারের চার দিনের মাথায় এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

আইএস সংশ্লিষ্ট আমাক বার্তা সংস্থা বলেছে, ইসলামিক স্টেটের যোদ্ধারা ইয়াবেনতেম বিমানবন্দরে আগে গুলি ছোড়ে, এরপরই তাদের কয়েকজন বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়। অন্যদিকে, আরেকজন বোমা হামলাকারী মেট্রো স্টেশনে বিস্ফোরণ ঘটিয়ে শহীদ হয়।

বিবিসি জানিয়েছে, জাভেনতেম বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের আগে বিমানবন্দরের ভেতরে আরো দুই সন্দেহভাজনের সাথে ওই ব্যক্তিকে হেঁটে যেতে দেখা গেছে। বাকী দুজন আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছে।

দেশটির ফেডারেল প্রসিকিউটর ফ্রেডরিক ফন লিউই বলছেন, এখন সন্দেহভাজন সেই ব্যক্তিকে ধরতে বেলজিয়াম জুড়ে অভিযান চলছে। ঘটনার পর ব্রাসেলসে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা সংকেত; মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সৈন্য।

ব্রাসেলসে দুই দফায় বিস্ফোরণে নিহত হয়েছে ৩০ জনেরও বেশি, আহত হয়েছে অন্তত ২৫০ জন। ব্রাসেলসের প্রধান বিমান বন্দর ও মেট্রো রেলে বিস্ফোরণের পর পুরো শহর এখনো থমকে আছে; কার্যত বন্ধ হয়ে গেছে শহরের স্বাভাবিক জীবনযাত্রা।

এই ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বেলজিয়াম। নিহতদের স্মরণে বুধবার স্থানীয় সময় দুপুরে এক মিনিটের নীরবতা পালন করা হবে।

বেলজিয়ামের রাজা কিং ফিলিপ এই হামলাকে একটি কাপুরুষোচিত এবং ঘৃণ্য হামলা বলে বর্ণনা করেছেন। দেশটির প্রধানমন্ত্রী চার্লস মিশেল বলেছেন, বেলজিয়ামকে আতঙ্কগ্রস্ত করা যাবে না।

হামলার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় শত শত মানুষ মোমবাতি জ্বেলে হাতে ফুল নিয়ে ব্রাসেলসের প্রাচীন প্রাণকেন্দ্র প্লেস ডে লা বৌর্জ মোড়ে এসে জড়ো হয়। ইউরোপীয় ইউনিয়নের নেতারা বলেছেন, এই বোমা হামলা হলো মুক্ত ও গণতান্ত্রিক সমাজের উপরে হামলা।

অপরাধীকে ধরতে সকল রকম সহযোগিতার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
২৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে