বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ১২:১৯:০৪

পরমাণু বোমা, ইসরাইলকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ

পরমাণু বোমা, ইসরাইলকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইহুদিবাদী ইসরাইলের পরমাণু-কেন্দ্রের বিষয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত লেবাননের শিয়া প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তেলআবিব লেবাননের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ শুরু করলে ইসরাইলের পরমাণু স্থাপনা ও পরমাণু বোমার গুদামগুলোর ওপর আঘাত হানবে হিজবুল্লাহ।

আলমায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার তিনি এইসব হুঁশিয়ারি দিয়েছেন। সেই সাথে ইসরাইলের পেট্রোকেমিক্যাল ও জীবাণু প্রযুক্তি সংশ্লিষ্ট সব স্থাপনার ওপরও আঘাত হানার হুমকি দিয়েছেন এই হিজবুল্লাহ নেতা।

হিজবুল্লাহর মহাসচিব লেবাননে নিকট ভবিষ্যতে ইসরাইলি কোনো হামলার আশঙ্কা নাকচ করে দিয়ে বলেছেন, মার্কিন সরকারের অনুমতি ছাড়া ইসরাইল কোনো সামরিক অভিযান চালায় না। ২০০৬ সালে তৎকালীন মার্কিন সরকারের নির্দেশেই ইহুদিবাদী ইসরাইল লেবাননে হামলা চালিয়েছিল বলে তিনি স্মরণ করিয়ে দেন।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ  বলেছেন, আরবদের অনুরোধে ইসরাইল কোনো যুদ্ধে জড়ায় না, কিন্তু (সেবাদাস) আরব সরকারগুলো ও তাদের গোয়েন্দা চক্র ইসরাইলের স্বার্থে কাজ করে।

তিনি আরও বলেন, ইসরাইল কোনো যুদ্ধ শুরু করার আগে এটা নিশ্চিত হতে চায় যে এ যুদ্ধের মাধ্যমে তার লক্ষ্যগুলো অর্জন করা যাবে এবং ইসরাইলের ক্ষয়ক্ষতি ও খরচ হবে সবচেয়ে কম। হিজবুল্লাহ তার নানা সাফল্য ও ক্ষমতার মাধ্যমে ইসরাইলকে এটা বুঝিয়ে দিতে পেরেছে যে লেবাননে যে কোনো হামলার জন্য খুব চড়া মূল্য দিতে হবে। শত্রুর হাতে বন্দী সেনা ও লাশগুলোকে ইসরাইল পরিত্যাগ করে না, আর এটা ইহুদিবাদী কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগের একটি মাধ্যম।'

এর আগে ইসরাইলের হাইফা শহরের অ্যামোনিয়া ট্যাংকগুলোর ওপর হিজবুল্লাহর হামলার হুমকির পর থেকে তেলআবিব সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে তিনি স্মরণ করিয়ে দেন। ইসরাইল ওই ট্যাংকগুলোকে অন্য শহরে সরিয়ে নেয়ার চেষ্টা করলেও ইসরাইলি নাগরিকরাই রাসায়নিক সামগ্রীর এইসব ট্যাংক অন্যত্র স্থানান্তরের বিরোধিতা করেছে।

হিজবুল্লাহর রকেটগুলো অধিকৃত ফিলিস্তিন তথা ইসরাইলের সবগুলো শহরে আঘাত হানতে সক্ষম বলে জনপ্রিয় এই প্রতিরোধ আন্দোলন বার বার হুঁশিয়ারি দিয়ে আসছে।

ইসরাইল লেবাননে হামলা চালালে হিজবুল্লাহ তার সব ধরনের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করবে এবং হামলার কৌশল  ও পদ্ধতির ক্ষেত্রেও প্রচলিত কোনো সীমারেখা মেনে চলবে না বলে উল্লেখ করেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

হিজবুল্লাহ সিরিয়ায় তাকফিরি সন্ত্রাস-বিরোধী অভিযানে আসাদ সরকারের পক্ষে যুদ্ধ অব্যাহত রাখবে এবং এমনকি তাকফিরি হুমকি অব্যাহত থাকলে সে অবস্থায় ইরান ও রাশিয়া তাদের সেনা সরিয়ে নিলেও হিজবুল্লাহর এই নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
২৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে