বুধবার, ২৩ মার্চ, ২০১৬, ০৯:২৬:১৪

গ্রেফতারের কথা প্রত্যাহার করে নিয়েছে বেলজিয়াম

গ্রেফতারের কথা প্রত্যাহার করে নিয়েছে বেলজিয়াম

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাসেলসে মঙ্গলবারের বোমা হামলার প্রধান একজন সন্দেহভাজনকে গ্রেপ্তারের খবর প্রত্যাহার করে নিয়েছে বেলজিয়ান গণমাধ্যম।

এর আগে তারা বলেছিল, নাজিম লাচরাউয়ি নামের একজন সন্দেহভাজনকে শহরের আন্ড্রেলেখট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নিরাপত্তা সংবাদদাতা বলছেন, বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে বোমা হামলায় যে ৩০ জনেরও বেশি নিহত হয়েছেন, সেই বোমাগুলো নাজিম লাচরাউয়ি বানিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বেলজিয়ামের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ব্রাহিম এবং খালিদ আল-বাকরাউয়ি নামের দুই ভাই আত্মঘাতী হামলাকারী এবং ইসলামিক স্টেট গোষ্ঠি এই হামলাগুলো চালিয়েছে।

এদিকে নিহতদের স্মরণে আজ এক মিনিটের নীরবতা পালন করেছে বেলজিয়ানরা। দেশটি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।-বিবিসি
২৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে