বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬, ০৯:৩৪:২৭

রাষ্ট্রবিরোধী প্রচারণার দায়ে দুই ব্লগারের জেল

রাষ্ট্রবিরোধী প্রচারণার দায়ে দুই ব্লগারের জেল

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামে আলোচিত দুই ব্লগার এনগুয়েন হু ভিনহ এবং মিন থুইকে কারাদণ্ড দেয়া হয়েছে। রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর দায়ে দেশটির রাজধানী হ্যানয়ের একটি আদালত বুধবার তাদের দুজনকে কারাদণ্ড দিয়েছেন।

হুন ভিনহ প্রাক্তন পুলিশ কর্মকর্তা এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির এলিটদের জন্য তার ভালো যোগাযোগ ছিল। আদালত তাকে পাঁচ বছর জেল দিয়েছেন।

এছাড়া হু ভিনহের সহযোগী মিন থুই। আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০১৪ সালে রাষ্ট্রবিরোধী লেখা প্রচারের জন্য তাদের দুজনকে গ্রেফতার করে ভিয়েতনাম পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত।  

‘বা সাম’ নামে একটি ব্লগ পরিচালনা করতেন হু ভিনহ ও তার সহযোগী। এ ব্লগের একটি লেখা অনলাইনে কয়েক লাখ বার দেখা হয়। সরকার অভিযোগ করে, ব্লগের ওই লেখা রাষ্ট্রবিরোধী।
২৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে