বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬, ০৩:১৪:২৪

জানেন কি, কোন দেশে সব থেকে বেশি নাস্তিকের বাস?

জানেন কি, কোন দেশে সব থেকে বেশি নাস্তিকের বাস?

আন্তর্জাতিক ডেস্ক : কমছে ধর্মবিশ্বাসীর সংখ্যা, বাড়ছে নাস্তিকের হার। বিশ্বের মধ্যে নাস্তিকের সংখ্যা সব থেকে বেশি নরওয়েতে। এখানে ৩৯ শতাংশ মানুষই নাস্তিক। আর ধর্ম বিশ্বাসী ৩৭ শতাংশ।

১৯৮০ সালের তুলনায় ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে ধর্ম বিশ্বাসীদের সংখ্যা কমেছে প্রায় অর্ধেক এবং জীবনে কখনোই প্রার্থনা করেননি এমন লোকের সংখ্যা বেড়েছে পাঁচগুণ।

বিশ্বব্যাপী ধর্মে বিশ্বাসী এবং অবিশ্বাসীদের সংখ্যার উপর ভিত্তি করে সম্প্রতি একটি মানচিত্র প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।

মানচিত্রের তথ্যানুযায়ী সবচেয়ে বেশি নাস্তিক বাস করেন এমন দেশের মধ্যে প্রথম অবস্থানেই রয়েছে চীন। বিশ্বের সবচেয়ে বেশি নাস্তিকের বসবাস এ দেশটিতেই। আর সারা বিশ্বে যতজন নাস্তিক তার অর্ধেক মানুষ রয়েছেন চীনেই।

নাস্তিকদের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান। দেশটির ৩০ থেকে ৩৯ শতাংশ মানুষ নাস্তিক। চেক রিপাবলিকের ৩০ থেকে ৩৮ শতাংশ মানুষ নাস্তিক। সৃষ্টিকর্তায় অবিশ্বাসীদের দিক থেকে এ দেশটির অবস্থান বিশ্বে তৃতীয়।

চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সের প্রতি পাঁচ জনের একজন নাস্তিক। অস্ট্রেলিয়ার ১০ থেকে ১৯ শতাংশ মানুষই নাস্তিক। সৃষ্টিকর্তায় অবিশ্বাসীদের সংখ্যার বিচারে বিশ্বে ষষ্ঠ অবস্থানে রয়েছে আইসল্যান্ড। দেশটিতে নাস্তিকদের সংখ্যা ১০ থেকে ১৯ শতাংশ।
২৪ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে