আন্তর্জাতিক ডেস্ক : একদিন যেতে না যেতে আবারও শক্তিশালি ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। স্থানীয় সময় শনিবার রাত ১টা ২৫ মিনিটে ৭ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামতো প্রদেশে।
এ ঘটনায় অন্তত ৩ জন নিহত ও শতাধীক লোক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এর আগে বৃহস্পতিবার রাতে দেশটিতে শক্তিশালী এক ভূমিকম্পের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ভূমিকম্পে একটি গ্রামের বাঁধ ধ্বংস হয়ে গেছে। সেখান থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। তবে ৫০ মিনিট পরই তা তুলে নেয়া হয়। এই ভূমিকম্প বৃহস্পতিবার রাতেরটির চেয়ে বড়।
এ ভূমিকম্পে উপকূলবর্তী শহরের একটি হল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ধসে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। অনিরাপদ হওয়ায় একটি হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেয়া হয়েছে।
জাপানে ভূমিকম্প নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে দেশটি যথাযথ ভবন নির্মাণ নীতি মেনে চলায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়।
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন