শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬, ০২:৩৯:২২

কিমের উপর চটেছে চীন, সাথে হুমকিও

কিমের উপর চটেছে চীন, সাথে হুমকিও

আন্তর্জাতিক ডেস্ক : পিতামহ ও উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুংয়ের জন্মদিনে মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছেন কমিউনিস্ট উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। কিন্তু উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই এটি বিস্ফোরিত হলে পরীক্ষাটি ব্যর্থ হয়। এতেই চটেছে প্রতিবেশি আরেক কমিউনিস্ট চীন। বেইজিংয়ের সমালোচনার মুখে কিম বিব্রতকর বলে মনে করছেন বিশ্লেষকরা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেন, উত্তর কোরিয়ার রকেট পরীক্ষার ব্যাপারে নিশ্চিত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

লু ক্যাং সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে কোরিয়া উপদ্বীপের পরিস্থিতি জটিল ও সংবেদনশীল। আমরা আশা করব সব পক্ষ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাবে এবং এমন কোনো পদক্ষেপ নেবে না, যা পরিস্থিতি আরো খারাপ করতে পারে।’

কিম ইল-সুংয়ের জন্মদিনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নতুন নয়। ২০১২ সালে নেতার জন্মদিনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল দেশটি। সেই পরীক্ষাও ব্যর্থ হয়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে চার বার পরমাণু অস্ত্রের পরীক্ষা করে উত্তর কোরিয়া। পরে ফেব্রুয়ারিতে দূরপাল্লার রকেট পরীক্ষা করে দেশটি। এর পরপরই তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ।
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে