শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬, ০৩:৫৬:১৭

জাপানের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৯

জাপানের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৯

আন্তর্জাতিক ডেস্ক : ২৪ ঘন্টার ব্যবধানে শক্তিশালী ভূমিকম্পের কবলে পড়েছে জাপান। দেশটিতে পরপর দু’বারের ভূমিকম্পে দক্ষিণ-পশ্চিম জাপানে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অসংখ্য বাড়ি মাটিতে মিশে গেছে। বহু লোক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বলে মনে করছে প্রশাসন। এ জন্য হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা। স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

রিখটার স্কেলে দ্বিতীয় কম্পনের মাত্রা ৭.৩। এর আগের দিনই দক্ষিণ-পশ্চিম দ্বীপ কিয়ুসুর কুমামোটো অঞ্চলে ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়েছিল। প্রথম ভূকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৫। দ্বিতীয় ভূমিকম্পে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উদ্ধার কাজের জন্য দেড় হাজার সেনা বাহিনী নামানো হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে