শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ১১:১৬:১৬

ইরানের কাছ থাকে ভারী পানি কিনছে আমেরিকা! কেন?

ইরানের কাছ থাকে ভারী পানি কিনছে আমেরিকা! কেন?

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু অস্ত্র তৈরি ও বিদ্যুৎ উৎপাদনের অন্যতম উপাদান হচ্ছে ভারী পানি। আর এই পানি ইরানের কাছ থেকে কিনতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে ইরানের কাছ থেকে তারা ৩২ মেট্রিক টন ভারী পানি কিনবে।

মার্কিন জ্বালানি বিভাগের মুখপাত্র জানিয়েছেন, ইরানের কাছ থেকে ৮৬ লাখ ডলার মূল্যের ৩২ মেট্রিক টন ভারী পানি কিনবে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্যিক এবং গবেষণা সংস্থাগুলোসহ একটি জাতীয় গবেষণাগারের কাছে এ পানি বিক্রির পরিকল্পনা রয়েছে।

ইরানের আইন এবং আন্তর্জাতিকবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের আণবিক শক্তি সংস্থা এবং মার্কিন একটি কোম্পানি ভারী পানি বিক্রিসংক্রান্ত চুক্তি করেছে। ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যৌথ কমিশনের বৈঠকের আগে এ-সংক্রান্ত চুক্তি হয়। তিন মাস আলোচনার ভিত্তিতে এ চুক্তি সই হয়েছে বলেও জানান আরাকচি।

ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা অনুযায়ী ইউএফ৬ নামে পরিচিত সমৃদ্ধ ইউরেনিয়াম তেহরান বিক্রি করতে পারবে। বিনিময়ে তেহরান ইয়েলো কেক নামে পরিচিত প্রাকৃতিক ইউরেনিয়াম কিনতেও পারবে।
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে