আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঐতিহাসিক প্যারিস চুক্তিতে সই করছে ইরান। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তিতে সই করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।
জাতিসংঘ বলেছে, বিশ্ব নেতাদের মধ্যে প্রথম এ চুক্তিতে সই করেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। এতে ১৭৫টি দেশ সই করে নতুন রেকর্ড স্থাপন করেছে। বিশ্বের সবচেয়ে বেশি গ্রিন হাউজ উৎপাদনকারী দেশ চীন এবং আমেরিকাও এ চুক্তিতে সই করেছে। চুক্তি সইয়ের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকানো যাবে বলে আশাবাদ সৃষ্টি হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠান ৪৬তম ধরিত্রী দিবস উদযাপিত হয় এবং এর আগে কোনো আন্তর্জাতিক চুক্তিতে একদিনে এত বিপুল সংখ্যক সই করা আর হয় নি। ২০১৫ সালে প্যারিসে এ চুক্তির বিষয়ে মতৈক্য হয়। চুক্তিতে বিশ্বের দেশগুলো গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ ঠেকানোর যে অঙ্গীকার করেছে এখন তা বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে।
বিশ্বের ৫৫ শতাংশ গ্রিন হাউজ গ্যাস উৎপাদনে জড়িত ৫৫টি দেশ আনুষ্ঠানিকভাবে এ চুক্তি অনুমোদন করার ৩০ দিনের মধ্যে চুক্তির ধারাগুলো কার্যকর করার বিষয়টি বাধ্যতামূলক হয়ে যাবে।
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই