বুধবার, ০৪ মে, ২০১৬, ০৪:৫৭:০৫

'দায়িত্ব পালনে সৌদি অনিহা, হজ বর্জন করতে পারে ইরান'

'দায়িত্ব পালনে সৌদি অনিহা, হজ বর্জন করতে পারে ইরান'

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি বলেছেন, সৌদি আরব সঠিকভাবে দায়িত্ব পালন না করায় পবিত্র হজ অনুষ্ঠান বর্জনে তেহরান বাধ্য হতে পারে। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরী তাবরিজে এ কথা বলেছেন তিনি।

আনসারি বলেন, পবিত্র হজের সঙ্গে রাজনৈতিক বিবাদের সম্পর্ক নেই বলে সৌদি আরব দাবি করে থাকে। কিন্তু সৌদি সরকারের কথা ও কাজে বিশাল ফারাক রয়েছে। স্বাগতিক সরকার হিসেবে যদি সৌদি আরব হাজিদের নিরাপত্তা এবং স্বাস্থ্য সংক্রান্ত দায়িত্ব পালন করে তবেই কেবল হজে যাওয়া যাবে অন্যথায় ইরানিরা পবিত্র হজে যেতে পারবেন না।

গত বৃহস্পতিবার ইরানের হজ সংস্থার প্রধান সাঈদ ওহাদি বলেছেন, চলতি বছর ইরানি হজযাত্রীদের পাঠানোর বিষয়ে আলোচনায় এখন পর্যন্ত সাড়া দেয় নি সৌদি আরব।

ইরানি হজযাত্রীদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করতে সৌদি আরবকে ২০ দফা প্রস্তাব দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ওহাদি বলেন, ইরানি প্রস্তাবের পরিষ্কার জবাব দেয়ার কথা থাকলেও দীর্ঘ সময় পার হয়েছে কিন্তু এখনো কোনো জবাব দেয় নি সৌদি আরব।

গত বছর হজের সময় মিনায় কৃত্রিম ভিড়ের চাপে হাজার হাজার হজযাত্রীর মর্মান্তিক মৃত্যুর পরও নিরাপত্তা ইস্যুতে রিয়াদের নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে। গত বছরের ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে কঠোর সমালোচনার মুখে পড়ে সৌদি আরব। গত বছর মিনায় ৪৬০ ইরানি হাজিসহ প্রায় ৪,৭০০ হাজি নিহত হয়েছেন। তবে সৌদি আরব দাবি করে আসছে- মিনার ঘটনায় মারা গেছে ৭৭০ জন হাজি।-আইআরআইবি
৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে