রবিবার, ০৮ মে, ২০১৬, ১২:৩০:৩১

‘সরকার পতনে তৎপর নেপালি রাষ্ট্রদূত’

‘সরকার পতনে তৎপর নেপালি রাষ্ট্রদূত’

আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে জটিলতায় পড়েছে নেপাল সরকার। ভারতে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত দ্বীপ কুমার উপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিওর বিরোধ তীব্র আকার ধারণ করেছে। সেই বিরোধের জেরে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রদূত দ্বীপ কুমারের বিরুদ্ধে নেপাল সরকার তিনটি অভিযোগ এনেছে।

তাতে বলা হয়েছে, তিনি জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করছিলেন। তিনি নেপাল সরকারকে উৎখাতের পরিকল্পনা করছেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভীম রাওয়াল সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রদূতের উচিত সরকারের নির্দেশনা অনুসরণ করা ও কূটনৈতিক নিয়মকানুন মেনে চলা।

শনিবার রাতে নেপাল সরকার সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকা ও সরকারি কাজে সহযোগিতা না করার অভিযোগে রাষ্ট্রদূত দ্বীপ কুমারকে প্রত্যাহার করে। উল্লেখ্য, দ্বীপ কুমার হলেন নেপালের বিরোধী দল নেপালি কংগ্রেসের সদস্য। তাকে গত বছর এপ্রিলে ভারতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় নেপাল।

দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারির ভারত সরকার করার কথা ছিল। কিন্তু একতরফাভাবে সেই সফর বাতিল করা হয়। এ বিষয়টিতে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়নি বলে তিনি ক্ষিপ্ত হন।

শনিবার এ নিয়ে তিনি প্রধানমন্ত্রী অলিওর সঙ্গে টেলিফোনে ক্ষোভ ঝাড়েন। এরপরই মন্ত্রীপরিষদের বৈঠকে তাকে অপসারণের সিদ্ধান্ত হয়। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, মাওবাদীরা প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিওর সরকারকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছে। তাদেরকে সমর্থন দিচ্ছে নেপালি কংগ্রেস। এর সঙ্গে যুক্ত আছেন রাষ্ট্রদূত দ্বীপ কুমার। তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে।

বলা হয়েছে, তিনি সরকারকে না জানিয়ে নেপালের পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি জেলা সফর করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রঞ্জিত রাই। তবে প্রতিরক্ষামন্ত্রী রাওয়াল বলেছেন, দ্বীপ কুমারকে প্রত্যাহারের সিদ্ধান্তের সঙ্গে প্রেসিডেন্টের ভারত সফরের কোন যোগসূত্র নেই।

প্রেসিডেন্টের হাতে এমন কিছু কাজ ছিল যারা তাকে সম্পন্ন করতেই হতো। তাকে সোমবারের মধ্যে পার্লামেন্টে সরকারের নীতি বিষয়ক ঘোষণার মতো বিষয় নিয়ে কাজ করতে হয়েছে। এ জন্য তার ভারত সফর বাতিল করতে হয়েছে।

এরই মধ্যে উপপ্রধানমন্ত্রী কামাল থাপা, যিনি একই সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রী, পার্লামেন্টে প্রেসিডেন্টের ভারত সফর বাতিলের বিষয়ে বক্তব্য রেখেছেন। তিনি বলেন, আমরা ভারতকে জানিয়েছি উপযুক্ত সময়ে প্রেসিডেন্ট ভারত সফর করবেন।
০৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে