বুধবার, ১৮ মে, ২০১৬, ১০:৩৫:১৯

পাকিস্তানকে একহাত নিল ভারত, জম্মু-কাশ্মীর বাদ দিলে জরিমানা ১০০ কোটি

পাকিস্তানকে একহাত নিল ভারত, জম্মু-কাশ্মীর বাদ দিলে জরিমানা ১০০ কোটি

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত জম্মু ও কাশ্মীরকে নতুন করে অবিচ্ছেদ্য অঙ্গ দাবি করল ভারত। সেখানে পাকিস্তান বা অন্য তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অধিকার নেই এমনটাই বলা হয়েছে দেশটি সংসদে কেন্দ্রের পেশ করা খসড়া জম্মু ও কাশ্মীর মানচিত্র বিল নিয়ে।

সম্প্রতি, কাশ্মীরের মানচিত্র নিয়ে সংসদে একটি খসড়া বিল পেশ করে ভারতের কেন্দ্রীয় সরকার। সেখানে বলা হয়, জম্মু ও কাশ্মীর পুরোটাই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কেন্দ্রের প্রস্তাব, যারা এই মানচিত্রের অন্যথা ভুল মানচিত্র প্রকাশ করবে, তাদের সর্বাধিক সাত বছরের হাজতবাস এবং ১০০ কোটি টাকা পর্যস্ত জরিমানা ধার্য করা হবে।

ভারতের খসড়া বিল পেশ করার ওপর আপত্তি তুলেছে পাকিস্তান। পাক বিদেশ দফতরের তরফে একটি বিবৃতি পেশ করে অসন্তোষ প্রকাশ করা হয়। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে জাতিসংঘেও তারা অভিযোগ জানায়। পাকিস্তানের দাবি, ভারতের এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে।

এর উত্তরে পাকিস্তানকে একহাত নিয়েছে ভারত। এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ অভিযোগ করেন, বিভিন্ন সময়ে বহু বিষয় নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে পাকিস্তান। যেগুলির সমাধান দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে করা যেত। কিন্তু, ইসলামাবাদ সেই পথে না হেঁটে জাতিসংঘের দ্বারস্থ হয়েছে। তাঁর দাবি, এখনও পাকিস্তান তাই করে চলেছে।

এদিন স্বরূপ মনে করিয়ে দেন, প্রস্তাবিত বিলটি একান্তই ভারতের নিজস্ব বিষয়। কারণ, পুরো জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই কাশ্মীরের মানতিত্র সংক্রান্ত কোনও বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের অধিকার নেই।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে