বুধবার, ১৮ মে, ২০১৬, ১২:৫৬:০০

জার্মানে আশ্রয় প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

জার্মানে আশ্রয় প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে দিনি দিন রাজনৈতিক আশ্রয় প্রার্থীর সংখ্যা বেড়েই চলছে। জার্মান অভিবাসন ও শরণার্থী বিষয়ক কেন্দ্রীয় সংস্থা বিএএমএফ জানিয়েছে, মার্চ মাসের তুলনায় এপ্রিলে রাজনৈতিক আশ্রয় আবেদনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এরমধ্যে এপ্রিল মাসে মোট ৫৯,৬৮০টি আবেদন পড়েছে। মার্চ মাসে সংখ্যাটি ছিল ৫৮,৩১৫, অর্থাৎ ১,৩৬৫টি কম। যা বৃদ্ধি পেয়েছে ২.৩ শতাংশ। এই আবেদনের শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া।

সূত্র বলছে, জার্মানিতে আশ্রয় চেয়ে সবচেয়ে বেশি আবেদন করেছেন সিরিয়ার নাগরিকরা। ২৫,৭৯১ জন। অবশ্য মার্চ মাসে সংখ্যাটি ছিল সাড়ে সাত শতাংশ বেশি। তখন আবদেনকারীর সংখ্যা ছিল ২৭,৮৭৮ জন।

এর আগে প্রথম চার মাসেও শীর্ষে ছিল সিরিয়া। ২০১৬ সালের প্রথম চার মাসে এক লক্ষ ১৬ হাজার ৮২৬ জন সিরীয় নাগরিক জার্মানিতে আশ্রয়ের আবেদন করেছেন। আর সব দেশ মিলিয়ে আবেদনের সংখ্যা দুই লক্ষ ৪৬ হাজার ৩৯৩ জন।

এছাড়া জার্মানিতে আবেদনকারী দেশের মধ্যে ইরাকিদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। মোট হিসেবে সিরিয়ার পরেই আছে ইরাক। তবে সিরিয়ার ক্ষেত্রে আবেদনের সংখ্যা এপ্রিলের চেয়ে মার্চে বেশি হলেও ইরাকের ক্ষেত্রে হয়েছে উল্টো। অর্থাৎ মার্চের চেয়ে এপ্রিলেই বেশি ইরাকি আবেদন করেছেন। তখন আবেদ করেছিল ৯,৫০৫ জন। আর এ সংখ্যা মার্চে ছিল ৮,৯৮২ জন।

অপরদিকে জার্মানিতে অশ্রয় প্রার্থীদের মধ্যে তৃতীয় স্থানে আফগানিস্থান। সিরিয়া ও ইরাকের পর তালিকায় আছে এ দেশটি। এপ্রিলে ৮,৪৫৮ জন আফগান রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন। মার্চ মাসের চেয়ে সংখ্যাটি ১১.৮ শতাংশ বেশি।

এছাড়া জাতীয়তা নেই মানে জাতীয়তা ‘অস্পষ্ট’ এমন আবেদনের সংখ্যা এপ্রিলে ছিল ১,২৯৯ জন। সংখ্যাটি মার্চ মাসে ছিল আরও বেশি। ১,৮৬৯ জন।

অন্যদিকে জার্মানিতে ইরানিরাও আশ্রয় চেয়ে প্রার্থ না করেছেন। ১,৯৮১ আবেদন নিয়ে তালিকায় ইরানের নাম আছে পাঁচ নম্বরে। ছয়-এ আছে আলবেনিয়া (১,১৮৮ জন)। পাকিস্তানি আবেদনের সংখ্যা ১,০৩৮; আর ইরিত্রিয়ার ১,১৫২।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে