আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে মিসরের রাজধানী কায়রোগামী মিসরীয় নিখোঁজ সেই বিমানটিতে ৬৯ আরোহী ছিল। বৃহস্পতিবার মিশর এয়ারলাইন্সের ওই বিমানটির এখনো কোন হদিস না মেলায় উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে।
ইজিপ্ট এয়ারের এমএস ৮০৪ নম্বর ফ্লাইটটি ভূমধ্যসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বলে বিবিসি জানিয়েছে।
ইজিপ্ট এয়ারের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যাত্রীবাহী ওই বিমানটি স্থানীয় সময় রাত ২টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল পৌণে সাতটার) নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় এতে ৫৯ জন যাত্রী ও ১০ জন ক্রুসহ মোট ৬৯ জন আরোহী ছিল। এটি ভূমধ্যসাগরের ১১ হাজার ৩শ মিটার ওপর দিয়ে যাচ্ছিল।
বিমান কর্তৃপক্ষ বলছে, এ বিষয়ে আরও তথ্য পেলে সবাইকে জানানো হবে। ইজিপ্ট এয়ারের ভাইস চেয়ারম্যান আহমেদ আবদেল জানিয়েছেন, মিশরের উপকূল থেকে ৩০/৪০ কিলোমিটার উত্তরে এটি নিখোঁজ হয়।
এদিকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ওই টুইটার বার্তায় বলা হয়েছে, ফ্লাইট এমএস ৮০৪ স্থানীয় সময় রাত ১১টা ৯ মিনিটে প্যারিস ছাড়ে। বিমানটি কায়রো আসছিল। কিন্তু সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে।
এর আগে ২০১৫ সালের ৩১ অক্টোবর মিসরের সিনাই উপত্যকার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান। এতে বিমানটির ২২৪ আরোহীর সবাই নিহত হন।
রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানান, কোগালিমাভিয়া এয়ারলাইনসের ভাড়া করা এয়ারবাসটি (এ-৩২১) সিনাইয়ের দক্ষিণের শারম আল-শেখ থেকে স্থানীয় সময় সকাল ৫টা ৫১ মিনিটে উড্ডয়ন করে। গন্তব্য ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ। সিনাই উপত্যকার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হওয়ার ২৩ মিনিট আগে নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাশিয়ার কর্মকর্তারা জানান, বিমানের ২১৭ যাত্রীর মধ্যে ২১৪ জনই রাশিয়ার নাগরিক। বাকি তিনজন ইউক্রেনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রোববার শোক দিবস হিসেবে ঘোষণা করেন।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম