আন্তর্জাতিক ডেস্ক : ইনি কে চেনেন? ধারে-কাছেও যাবেন না! কখনো বাচ্চা নিয়ে গেলে যদি কান্নাকাটি করে তবে বারোটা বাজতে পারে।
চারদিন আগে যে ছেলের জন্ম দিয়েছিল, নিজের হাতে তাকেই মেরে ফেলল এই মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আমেরিকার নর্থ ক্যারোলিনায়। সন্তানঘাতী মা, ২২ বছরের আইশিয়া মারি পাচেকোকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২০ মে শুক্রবার ছেলের জন্ম দেন আইশিয়া। গত ২৪ মে মঙ্গলবার উইটেনবার্গ শহরের শেরিফের দফতরে ফোন আসে, একটি সদ্যোজাত শিশু একেবারে অসাড় হয়ে গেছে।
শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। কিন্তু নাক, মুখের চারপাশে লালচে ছোপ দেখে সন্দেহ হয় চিকিৎসকদের।
সন্দেহ হয় আগের দিনই মৃত্যু হয়েছে শিশুটির। একটু চাপ দিতেই ২২ বছরের মা স্বীকার করে ফেলেন, একটানা কান্না থামাতে তিনি সন্তানের মুখ জোরে চেপে ধরেছিল নিজের বুকে।
শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তার। ‘বিশ্বাস করুন, আমি চাইনি এমনটা ঘটুক। এটা একটা দুর্ঘটনা’- আদালতে বলেছেন আইশিয়া।
২৯ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম